দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন (Kanchenjunga Express Train Accident)। এই ট্রেন দুর্ঘটনা যেন করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে দেশবাসীর মনে। সোমবার জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। রাঙাপানি ও নিজবাড়ীর কাছে এ দুর্ঘটনায় তিনটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে এবার বড় তথ্য দিল রেলওয়ে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, “গত ২৪ ঘন্টা ধরে রেলকর্মীরা খুব নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। গতকাল সোমবার রাতে অবিরাম বৃষ্টিপাত হয়েছিল, তবুও তারা লাইনটি পুনরুদ্ধারের জন্য কাজ করে গিয়েছে। প্রায় ৯০ ভাগ কাজ হয়ে গেছে। এই দুর্ঘটনার পেছনে কে বা কারা দোষী তা নিয়ে তদন্ত শুরু করেছে সিসিআরএস।”
এদিকে এহেন ঘটনার জেরে রেল যাত্রীদের মধ্যে নতুন করে ভয়ের সৃষ্টি হয়েছে। অনেকেই ট্রেনে ওঠার নাম শুনলেই রীতিমতো আঁতকে উঠছেন। শিয়ালদহ স্টেশনে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রী বৈশালী ভট্টাচার্য জানান, দুর্ঘটনার সময় তিনি এস-৭ কামরায় ছিলেন। সকালে যাত্রীরা সবাই ঘুমিয়ে ছিলেন। আচমকা একটা ধাক্কায় জেগে উঠল সবাই। জানা গিয়েছে, পিছনের কামরায় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উদ্বিগ্ন অভিভাবকরাও। মেরামতির কাজ শেষ হওয়ার পর ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা হওয়ার পর ট্রেনে আর ঘুম হয়নি, কারণ দুর্ঘটনার পর থেকে মনের মধ্যে ভয় কাজ করে।
যাত্রীদের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, ‘যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। পরিবহণ দফতরের সব কর্মী, মন্ত্রী, সচিবরা এখানে আছেন। আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তিনি কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেন। ফিরহাদ হাকিম বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কিছুই করছে না।’ এই ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিও উঠেছে।
অনেকে এও বলছেন যে বারবার এই রেল দুর্ঘটনার দায় কার? কেন অতীত থেকে শিক্ষা নিচ্ছে না রেল?
#WATCH | Kanchenjunga Express train accident | Surendra Kumar, DRM Katihar, Northeast Frontier Railway says, “For the last 24 hours all the railway workers have been working very diligently. There was incessant rainfall last night, yet they were working to restore the… pic.twitter.com/hj1WjWKMbJ
— ANI (@ANI) June 18, 2024