চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ(Calcutta League)। যেদিকে তাকিয়ে বাংলার সকল ফুটবলপ্রেমী মানুষ। জানা গিয়েছে গতবছর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার প্রথম ম্যাচ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সব ঠিকঠাক থাকলে কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচ।
সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। সেইসাথে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ময়দানের বাকি দুই প্রধান অর্থাৎ ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। এবছর ও বিনো জর্জের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট খেলবে ইস্টবেঙ্গল।
অন্যদিকে, নতুন কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে মোহনবাগান। গত মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এবার ঘুরে দাঁড়ানোর লড়াই বাগানের ছোটদের। এসবের মাঝেই এবার সবুজ-মেরুনকে বিদায় জানালেন গোলরক্ষক দেবনাথ মন্ডল। হিসেব অনুযায়ী গত মে মাসের শেষেই ময়দানের এই প্রধানের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল এই গোলরক্ষকের। পরবর্তীতে তা বাড়ানোর ক্ষেত্রে নাকি খুব একটা আগ্ৰহ দেখায়নি দল। যারফলে, নিজের সোশ্যাল সাইট থেকে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এই ফুটবলার।
যতদূর খবর, নয়া ফুটবল মরশুমের জন্য এবার সার্দান সমিতিতে যোগদান করতে চলেছেন বাগানের এই প্রাক্তন গোলরক্ষক। যারফলে, এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে এই নয়া দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাকে।