গত ১৫ই জুন থেকে শুরু হয়েছে এবারের ইউরো (Euro) ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেখানে প্রথম থেকেই দাপট থেকেছে টনি ক্রুসের জার্মানির। প্রথমেই তারা পরাজিত করেছে স্কটল্যান্ডকে। সময় যত এগোচ্ছে ততই জমে উঠেছে এই ফুটবল টুর্নামেন্ট। যেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। শুধু জার্মানি নয়, ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করেছে ইংল্যান্ড থেকে শুরু করে ইতালির মতো দলগুলি। পিছিয়ে নেই স্প্যানিশরা। গত ম্যাচে তারা বড় ব্যবধানে পরাজিত করেছে লুকা মড্রিচের ক্রোয়েশিয়াকে। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের।
এবার ইউরোর আমেজে মেতে উঠতে দেখা গেল ইমামি ইস্টবেঙ্গলের ভরসাযোগ্য ফুটবলার সাউল ক্রেসপোকে।আজ কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত একটি ছবি আপলোড করলেন ক্রেসপো। যেখানে বার্লিনের ব্র্যান্ডেন বার্গ গেটে ফুটবলপ্রেমীদের সঙ্গে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ উপভোগ করতে দেখা যায় তাকে। পরনে স্পেনের জাতীয় দলের ফুটবল জার্সি। সেইসাথে তার হাতে রয়েছে ইস্টবেঙ্গলের পোলো টিশার্ট। যা নিঃসন্দেহে মন জয় করেছে সমর্থকদের। তার আপলোড করা এই ছবি নিমেষেই জনপ্রিয় হয়ে ওঠে নেটিজেনদের কাছে।
উল্লেখ্য, গত সিজনের শুরু থেকেই লাল-হলুদ জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। দলের ঐতিহ্যবাহী সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দাপুটে ফুটবলারের। সেজন্য, নতুন মরশুমে ও তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। গত মাসেই এই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে লগ্নিকারী সংস্থা। আসন্ন আদৌ নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।