১৭ জন যাত্রীকে নিয়ে গঙ্গায় উল্টে গেল নৌকা, নিখোঁজ বহু

রবিবার ছুটির দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল দেশে। বিহারের পাটনা জেলার বাড় মহকুমায় গঙ্গা নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। এদিকে এই ঘটনায় এখনও অবধি…

রবিবার ছুটির দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল দেশে। বিহারের পাটনা জেলার বাড় মহকুমায় গঙ্গা নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। এদিকে এই ঘটনায় এখনও অবধি ৬ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে।

বঢ়ের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) শুভম কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আজ রবিবার সকাল সওয়া ৯টার দিকে উমানাথ গঙ্গা ঘাটের কাছে ১৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে… তাদের মধ্যে কয়েকজন সাঁতরে নিরাপদে উঠতে পারলেও ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন।”

   

খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে দিয়েছেন। নিখোঁজ ছয়জনের সন্ধানে তল্লাশি অভিযান চলছে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, ‘রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানদের সাহায্যও নেওয়া হচ্ছে। আমরা নিখোঁজদের পরিচয় জানার চেষ্টা করছি।’