লোকসভা ভোটে ফের তাঁদের কপালে জুটেছে শূন্যের তকমা। সেই নিয়ে কাঁটাছেড়া করতে বসবে বঙ্গের লাল সৈনিকরা। জানা গিয়েছে আগামী ১৯ জুন এবং ২০ জুন নির্বাচনী পরবর্তী বৈঠক রয়েছে বাম বিগ্রেডের। কিন্তু এর মাঝেই কানাঘুষো শোনা যাচ্ছে সিপিএমের বর্ধিত রাজ্য কমিটির অধিবেশনের পথে যাচ্ছে বঙ্গ সিপিএম। আগামী জুলাই-অগস্ট মাসে কলকাতা থেকে দূরবর্তী কোনও জেলায় তা করার পরিকল্পনা নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। বাঁকুড়া বা পুরুলিয়ায় সেই অধিবেশন বসতে পারে বলে খবর।
এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন , “এ বার পরিকল্পনা রয়েছে কলকাতা থেকে দূরে গিয়ে অধিবেশন করার।” সব জেলায় দলের সম্পাদকমণ্ডলীর সদস্য, গণসংগঠনের রাজ্য নেতৃত্বকে নিয়ে হবে বর্ধিত অধিবেশন। ক্ষমতা থেকে চলে গেলেও সিপিএমের বড় অংশের মধ্যে কমিটি আঁকড়ে থাকার ঝোঁক রয়েছে বলে দলের অনেকের দাবি। সম্মেলনের আগে তা বেশি বেশি করে চাগাড় দেয় বলে অনেকেরই অভিজ্ঞতা। প্রাক্ সম্মেলন পর্বে এই বর্ধিত অধিবেশন থেকে সংগঠনে বড় কোনও রদবদল হওয়ার সম্ভাবনা নেই। তবে সম্মেলন সংক্রান্ত নির্দেশিকা তৈরি করতে পারে রাজ্য সিপিএম।
সূত্র মারফত জানা গিয়েছে, লাল বাহিনীর হারের পর্যালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুথ স্তরের কর্মীরা নাকি সিপিএমের উপর মহলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে আবার অন্যদিকে উঁচু স্তরের নেতারা নাকি বুথস্তরের কর্মীদের প্রশ্নের মুখে ফেলেছেন।