Kolkata 24×7 Special: ঘোলাটে স্রোতের ঘূর্ণি পাহাড়ের গায়ে ধাক্কা মেরে উল্টো দিকের পাড়ে আছডে পড়ছে। তিস্তা এখন ভয়ঙ্করী। যে কোনও সময় স্রোতে ভেসে যাওয়ার সম্ভাবনা। সিকিমের (Sikkim) এমনই পাহাড়ি মৃত্যুকুপে বল দখলে মরিয়া যারা তাদের কোনও লক্ষ্য গোল করা। এরাই ভবিষ্যত ভারতের বাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রীর পরবর্তী প্রজন্ম।
সিকিমে দুর্যোগ। বহু এলাকা বিচ্ছিন্ন। পাহাড়ি এলাকাগুলিতে হাজার হাজার পর্যটক আটকে পডেছেন। রাজধানী গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত সড়কপথের বহু অংশে ধস নেমেছে। তিস্তা বাজারের কাছে তিস্তার জল গিরিখাদ উপচে এসেছে।
এমনই ভয়াল তিস্তাপারের তিস্তা বাজারের বাসিন্দারা আতঙ্কিত। তাদের অনেকেই উপরের দিকে উঠে গেছেন। এই আতঙ্কের মাঝে তিস্তার তীকে ফুটবল চলেছে জোর কদমে। সিকিমের সংবাদ মাধ্যমে এসেছে এই দুরন্ত বল দখলের ছবি। গর্জন করতে করতে নিচের দিকে নামছে তিস্তা। একপাশে বালির চড়ায় চলছে ফুটবল।
উত্তর সিকিমে আরও ভারী বৃষ্টির কারণে তিস্তা আরও ভয়ঙ্করী। তিস্তাবাজার থেকে নিচের দিকে তিস্তার স্রোত আরও বাড়ছে। পড়শি রাজ্য পশ্চিমবঙ্গের একাধিক জেলা ও প্রতিবেশি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার সম্ভাবনা।