দাম্পত্য কলহ নাকি প্রেম, নতুন চাকরি নাকি বসের সঙ্গে ঝামেলা, জানুন রাশিফল

আজ রবিবার, (Horoscope Today) ছুটির দিন। দাম্পত্য কলহ নাকি প্রেম, নতুন চাকরি নাকি বসের সঙ্গে ঝামেলা। কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল (Horoscope Today)।…

horoscope-today-your-zodiac-forecast-for-june-16-2024-sunday

আজ রবিবার, (Horoscope Today) ছুটির দিন। দাম্পত্য কলহ নাকি প্রেম, নতুন চাকরি নাকি বসের সঙ্গে ঝামেলা। কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল (Horoscope Today)।

দৈনিক রাশিফল (রবিবার ১৬ জুন ২০২৪)

   

মেষ রাশি (Aries): অশান্তি এড়িয়ে চলুন৷ প্রতিযোগিতামূলক কাজে সাফল্য৷ ছদ্মবেশী বন্ধু থেকে সাবধান৷ সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি। কাজের চাপ বাড়বে৷ প্রেমের বিষয় নিয়ে পারিবারিক গোলযোগের সম্ভাবনা৷

বৃষ রাশি (Taurus): কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে।

মিথুন রাশি (Gemini): অযথা তর্কে জড়াবেন না৷ ফাটকা আয়ের যোগ বা লটারি প্রাপ্তি৷ মানসিক অস্থিরতা৷ পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ। হতাশা থেকে শারীরিক ক্লেশ৷ আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। বদনাম থেকে সাবধান৷

কর্কট রাশি (Cancer): প্রেমে জটিলতা কেটে যেতে পারে। হজমের গোলমাল বা পেটের সমস্যা৷ সঞ্চয়ের তুলনায় বেশি ব্যয়। দরকারি কাজ মেটানোর জন্য দিনটি অত্যন্ত শুভ। লোভনীয় সুযোগের ফাঁদে পা না দেওয়ায় শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।

 

সিংহ রাশি (Leo): মাথাগরম করলে বিপদ আপনার৷ বিশেষ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ।

কন্যা রাশি (Virgo): ব্যবসা নিয়ে বিবাদের সম্ভবনা৷ প্রিয়জনের ব্যবহারে মনকষ্ট৷ শত্রুর সঙ্গে আপসের সম্ভাবনা৷ শিক্ষায় সাফল্যের যোগ৷ সামাজিক কাজের জন্য চাপ নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদের সম্ভাবনা সন্তানের কৃতিত্বে আনন্দ লাভ।

তুলা রাশি (Libra): প্রেমে নতুন যোগাযোগের সম্ভবনা। পড়াশোনার জন্য বিদেশযাত্রার সুযোগ৷ প্রতিবাদী মনোভাব ত্যাগ করুন, না হলে সমূহ বিপদ৷ অল্পবিস্তর শারীরিক সমস্যা৷ নিকটজনের জন্য দুশ্চিন্তা। প্রিয় কোনও বস্তুর ক্ষতির আশঙ্কা৷

 

বৃশ্চিক রাশি (Scorpio): অভিভাবকদের পরামর্শ মেনে চলুন৷ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শারীরিক ক্লেশ৷ কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারা দিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতার যোগ। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে।

ধনু রাশি (Sagittarius): সংসারের বাড়তি দায়িত্বে উদ্বেগ বাড়তে পারে। বাড়িতে মনোমালিন্যের সম্ভবনা৷ পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কর্মক্ষেত্রে বা বাড়ি– সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। উচ্চশিক্ষার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে।

মকর রাশি (Apricorn): হঠাৎ করে চাকরিপ্রাপ্তির খবর মিলতে পারে৷ শরীর নিয়ে অল্পবিস্তর ভোগান্তির সম্ভবনা৷ আয়ের চেয়ে বেশি ব্যয়ের সম্ভাবনা৷ শত্রুর সঙ্গে আপস করে চলুন৷ চোখের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত উদারতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে৷

 

কুম্ভ রাশি (Aquarius): যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তিবোধ। কোনও বন্ধুর দৌলতে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন।

মীন রাশি (Pisces): দরকারি কাজ দ্রুত মেটান। আপনার জীবনে কোনও শুভ পরিবর্তন ঘটতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। মানুষের সেবা করে শান্তি পাবেন। ব্যবসায় চাপ বাড়বে।