চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে নয়া আইএসএল (ISL) মরশুম। যদিও তার আগেই আয়োজিত হবে ডুরান্ড কাপের মত ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে দেশের প্রথম সারির প্রত্যেকটি ফুটবল ক্লাব। সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকে। নয়া ফুটবলার সাইন করানোর পাশাপাশি নয়া কোচ চূড়ান্ত করার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের ক্লাব গুলি। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে নতুন সিজনে দাপটের সাথে পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য সকলের।
কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে এই ক্ষেত্রে। নতুন কোচ নিয়োগের পাশাপাশি একের পর এক দেশি এবং বিদেশী ফুটবলারদের চূড়ান্ত করেছে তিন শক্তিশালী ক্লাব। তবে পিছিয়ে নেই মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্সের মতো ক্লাব গুলি।
যতদূর শোনা যাচ্ছে, নতুন সিজনের জন্য একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ক্লাবগুলি। বিশেষ করে ইউরোপা লিগ খেলা ফুটবলারদের দিকেও নজর রয়েছে বেশ কিছু ক্লাবের।
এছাড়াও রয়েছে অন্যান্য বেশ কিছু দাপুটে ফুটবলারের নাম। তাদের মধ্যেই এবার উঠে আসতে শুরু করেছে জারোস্লাও নিজগোদার নাম। পোল্যান্ডের এই ফরোয়ার্ডের দিকে নাকি নজর রয়েছে দক্ষিণের ফুটবল ক্লাবের। পূর্বে লেগিয়া ওয়ারশের পাশাপাশি পোর্টল্যান্ড টিম্বারসের মতো ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে ফ্রি এজেন্ট থাকায়, এবার তার সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করেছে মিকেল স্টেহরের কেরালা ব্লাস্টার্স। সবকিছু ঠিকঠাক এগোলে নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।