কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ভারতীয়-র মৃত্যু হয়েছে। যার মধ্যে বাংলারও মানুষ রয়েছেন। আজ শনিবার সাত সকালে কুয়েত অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের দেহ ফিরল কলকাতায়। এদিকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে হাজির হন মন্ত্রী সুজিত বসু ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু বলেন, “রাজ্য সরকার যা যা করার দরকার তাই করবে।” বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, “আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে মৃতের পরিবারকে ন্যূনতম ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং সরকার মৃতের ১৪ বছর বয়সী মেয়ের পড়াশোনার খরচ বহন করুক। এটা বাস্তব যে বাংলায় কর্মসংস্থানের কোনও সুযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা উচিত, কেন কাজের খোঁজে মানুষকে রাজ্যের বাইরে যেতে হয়।”
কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ অঞ্চলে একটি সাততলা ভবনের রান্নাঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৯ বিদেশি শ্রমিক নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪৫ জন ভারতীয় এবং বাকিরা পাকিস্তান, ফিলিপাইন, মিশর ও নেপালের নাগরিক। ওই বহুতলে ১৯৫ জন পরিযায়ী শ্রমিক থাকতেন।
Kolkata | BJP MLA Agnimitra Paul says, “We demand from the State government that compensation of minimum Rs 10 lakhs should be given to the victim’s family and the govt should sponsor the education of the 14-year-old daughter of the deceased…It’s a reality that there are no… pic.twitter.com/aJ9fVLwyYe
— ANI (@ANI) June 15, 2024
Kolkata | West Bengal Minister Sujit Bose says, “The State government will do everything required.” pic.twitter.com/bGWOFgbDrR
— ANI (@ANI) June 15, 2024
#WATCH | West Bengal Minister Sujit Bose and BJP MLA Agnimitra Paul pay last respects to Dwarikesh Patnaik, a resident of Paschim Medinipur district who lost his life in Kuwait fire tragedy, at Kolkata airport pic.twitter.com/BCzHTYzb9c
— ANI (@ANI) June 15, 2024