একদিকে যখন দেশের বেশ কিছু রাজ্যে টানা বৃষ্টি হচ্ছে, সেখানে অন্যদিকে কিছু রাজ্য প্রখর রোদে জ্বলছে। এদিকে কিছু জায়গায় স্কুল খুললেও আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সেই একই পথে হাঁটল আরও এক রাজ্য। আগামী ২৪ জুন অবধি বাড়ানো হল গরমের ছুটি (Summer Vacation)।
জানা গিয়েছে, প্রচণ্ড গরমের জেরে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ২৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ২৮ জুন পর্যন্ত শিশুদের জন্য স্কুল বন্ধ থাকবে। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা কাঞ্চন ভার্মা এ তথ্য জানিয়েছেন। আগেই প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে গরমের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল শিক্ষক সংগঠনগুলি।
প্রাইমারি টিচার্স ট্রেইনড গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের প্রাদেশিক সভাপতি বিনয় কুমার সিং বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ও বুনিয়াদি শিক্ষার প্রধান সচিবকে পাঠানো এক চিঠিতে বলেছেন যে পুরো রাজ্য প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহে জ্বলছে। এ অবস্থায় ১৮ জুন থেকে স্কুল খোলা সুবিধা হবে না। একই সঙ্গে শিক্ষকদের পারস্পরিক বদলির প্রক্রিয়াও চলছে। এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো উচিত। আর সেই দাবিতেই এবার শিলমোহর পড়ল।
উত্তরপ্রদেশ বিটিসি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অনিল যাদব প্রিন্সিপাল সেক্রেটারি বেসিক এডুকেশনকে পাঠানো চিঠিতে বলেছেন যে বর্তমানে রাজ্য জুড়ে তীব্র উত্তাপ রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কাউন্সিল স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হোক।