উরুগুয়ের তারকা ফুটবলার আদ্রিয়ান লুনার সঙ্গে আগেই চুক্তি বাড়িয়ে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এছাড়াও নতুন সিজনের কথা মাথায় রেখে নিজেদের দলের একাধিক ফুটবলারদের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দল। গত সিজনে প্লে-অফ নিশ্চিত করা গেলেও বেশিদূর এগোনো সম্ভব হয়নি তাদের পক্ষে। সেজন্য, এবার আরো শক্তিশালী দল গঠনে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে বিশেষত ইউরোপে খেলা ফুটবলারদের দিকেই নাকি অধিক নজর রয়েছে ম্যানেজমেন্টের। যদিও এইক্ষেত্রে বিশেষ ভাবে সামনে আসেনি কোনো ফুটবলারের নাম।
এছাড়াও সুইডেনের প্রথম ডিভিশনের লিগে খেলা ফুটবলারদের সাথে ও কথাবার্তা শুরু করেছিল দল। কিন্তু পরবর্তীতে সেই নিয়ে উঠে আসেনি কোনো তথ্য। এসবের মাঝেই নিজেদের দেশীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে কেরালার। কিছুদিন আগেই তারা চূড়ান্ত করে ফেলে তরুণ গোলরক্ষক সোম কুমারকে।
উল্লেখ্য, গত সিজনে সচীন সুরেশের দক্ষতায় একাধিক ম্যাচ জয় করেছিল এই ফুটবল ক্লাব। যতদূর খবর, নতুন সিজনে ও তার উপর ভরসা রাখবে ম্যানেজমেন্ট। তবে শুধু ভারতীয় ফুটবলারই নয়। ঘানার ফরোয়ার্ডকে ও নাকি দলে রাখতে চায় কেরালা।
অর্থাৎ ইভান ভুকোমানোভিচের পর এবার হয়ত মিকেল স্টেহরের জামানায় ও কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা যেতে পারে কোয়েমি পেপড়াকে। হিসেব অনুযায়ী আগামী বছর পর্যন্ত দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার। কিন্তু শেষ মরশুমটা খুব একটা ভালো যায়নি এই সেন্টার ফরোয়ার্ডের। ১০টির ও বেশি ম্যাচ খেলে মাত্র তিনটি গোল কন্ট্রিবিউশন থেকেছে এই বিদেশী ফুটবলারের। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। এবার নাকি তাকে স্কোয়াডে রেখেই দল সাজাবে এই ফুটবল ক্লাব।