নিট ইউজি-তে দুর্নীতি! প্রতিবাদে পথে নামল AIDSO

সর্ব ভারতীয় পরীক্ষা নিট, ৪ জুন সেই নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তারপর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে সেই পরীক্ষাকে কেন্দ্র করে…

AIDSO

সর্ব ভারতীয় পরীক্ষা নিট, ৪ জুন সেই নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তারপর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে সেই পরীক্ষাকে কেন্দ্র করে । তবে এই নিট ইউজি-তে দুর্নীতির অভিযোগের বিষয় অত্যন্ত দুঃখজনক। তবে সেই ঘটনা এখানেই থেমে রইল না, তা পৌঁছে গেল সুপ্রিম কোর্টের দরজায়। সুপ্রিম কোর্টে সেই দুর্নীতির অভিযোগ উঠলে, সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আগামী ২৩ জুন আবারও নিটের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার আয়োজন করতে হবে।

তবে এই পরীক্ষার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান চালায় AIDSO এর কর্মীরা। তারা সল্টলেকের করুণাময়ী চত্বরজুড়ে আন্দোলন চালাতে থাকে। এর পর পুলিশ এগিয়ে এসে বাঁধা দেয়। তার পরেই তৈরি হয় পুলিশের সাথে খণ্ডযুদ্ধ। অবশেষে বেশ কয়েকজন AIDSO কর্মীকে আটক করে পুলিশ।

   

জানা যায় বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু করেন AIDSO এর আন্দোলনকারীরা। তার পরেই বিকাশ ভবনের দিকে মিছিলে এগোতেই পুলিশ তাদের বাঁধা দেয়। এই অভিযানের মাধ্যমে সামাজিক পরিবর্তন এবং দুর্নীতির ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর চাপ তৈরি হয়। তবে জানা যায় এবার আর প্রত্যেককে বসতে হবে না পরীক্ষায়। কেবলমাত্র যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল বলে অভিযোগ, শুধু তাঁদেরই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-কে। এই পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন।