বাংলার স্কুলে কি বাড়তে চলেছে গরমের ছুটি? সামনে এল বিরাট তথ্য

বর্ষা আসার আগেই ফের ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গরম। গত সপ্তাহের শেষ থেকে এক অসহ্যকর গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। প্যাচপ্যাচে গরমে নাজেহাল বাঙালির মনে এখন…

school-students

short-samachar

বর্ষা আসার আগেই ফের ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গরম। গত সপ্তাহের শেষ থেকে এক অসহ্যকর গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। প্যাচপ্যাচে গরমে নাজেহাল বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, বর্ষা আসবে কবে? তবে এর উত্তর সঠিক ভাবে দিতে পারেনি হাওয়া অফিস। আর এই আবহে ফের কি একবার রাজ্যের সব স্কুলে ছুটি দেওয়া হবে? শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে রাজ্যের বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকদের কাছে এই বিষয়ে ফোন গিয়েছে। আলোচনা শুরু করেছে শিক্ষাদপ্তরও। স্কুলে খুলেই কি ফের ছুটি দেওয়া হবে?

   

সূত্রের খবর, অত্যধিক তাপ প্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করল স্কুল শিক্ষা দফতর। কী ভাবে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন পাঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দফতর। বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কি অসুবিধা হতে পারে? অত্যধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে? ছাত্র ছাত্রীদের কি সমস্যা হচ্ছে? একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের।

আরও জানা গিয়েছে যে, গরম পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে এক প্রস্থ রিপোর্ট দিয়েছে স্কুল শিক্ষা দফতরকে। তবে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।