শেয়ার বাজারের গতি সর্বদা এক ছন্দে চলে না। সেই রখমই গত কয়েক দিন ধরে টানা বৃদ্ধির পর গতকাল বাজারের সূচকগুলি নিম্নস্তরে নেমে যায়। তার পরই দেখা যায় নিফটিতে পতন।যেখানে পতনের মাত্রা ৩১ শতাংশে পৌঁছে যায়। যেখানে দেখা যায় প্রত্যহ সূচকটি রেড জোনে পৌঁছে গেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন এখনও পর্যন্ত ২৩৩০০ পয়েন্টে এর রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেক্ষেত্রে সূচকটির সংশোধনের বিশেষ সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এর সাপোর্ট লেভেল রয়েছে ২৩১০০ পয়েন্টে।
এছাড়াও বিশেষজ্ঞরা বলেন এখানে ট্রেডারদের জন্য বর্তমানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ২৩৪০০/৭৭০০০। তবে যদি কোন কারনে বাজার এর নীচে ট্রেড করে তাহলে পতনের আশঙ্কা রয়েই যায়। তাহলে বাজার ২৩১০০ থেকে ২৩০২৫/ ৭৬১০০ থেকে ৭৬০০০ পয়েন্ট পর্যন্ত হ্রাস পেতে পারে। আবার অপরদিকে, সূচকে যদি ২৩৪০০ / ৭৭০০০ পয়েন্টে ব্রেকআউট করে, সেক্ষেত্রে আবার ২৩৫০০ থেকে ২৩৫২০ / ৭৭৩০০ থেকে ৭৭৪০০ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারে এর মাত্রা।
আবার স্বল্প মেয়াদে নিফটিতে কিছুটা একত্রীকরণ দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েকটি ট্রেডিং সেশনে নিফটি ২৩১৬০ থেকে ২৩১০০ পয়েন্টে পৌঁছতে পারে। তবে আবার সূচকের পতন হলে সেটি ২২৯৩০ পয়েন্টে নেমে যেতে পারে। তবে এখনও পর্যন্ত সূচকটি ২৩৩০০ পয়েন্টের উপরে বন্ধ হয়নি। সূচকের বর্তমান লেভেল রয়েছে ২৩৩০০ থেকে ২২৯০০ পয়েন্টে । সেক্ষেত্রে এই রেঞ্জের নীচে বিপুল বিক্রির চাপ দেখা যেতে পারে।