পুরনোদেরই গুরু দায়িত্বে বহাল, তৃতীয় মোদী মন্ত্রিসভায় কে কোন মন্ত্রকের মন্ত্রী?

মন্ত্রক বন্টন নিয়ে টানাপোড়েন বহাল। শরিকি চাপের মধ্যেই সোমবার বিকেলে নিজের বাসভবনে লোক কল্যাণ মার্গে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রক…

Who is in charge of which ministry in the third Modi cabinet updates, পুরনোদেরই গুরু দায়িত্বে বহাল, তৃতীয় মোদী মন্ত্রিসভায় কে কোন মন্ত্রকের দায়িত্বে?

মন্ত্রক বন্টন নিয়ে টানাপোড়েন বহাল। শরিকি চাপের মধ্যেই সোমবার বিকেলে নিজের বাসভবনে লোক কল্যাণ মার্গে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রক বন্টন নিয়ে আলোচনা হয়। এখনও পর্যন্ত জানা গিয়েছে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থ মন্ত্রকের দায়িত্বে পুরনোদের উপরই ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, তৃতীয় মোদীর মন্ত্রিসভায় এবারও স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে ‘ডেপুটি’ অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রক সামলাবেন রাজনাথ সিং-ই। বিদেশমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে এস জয়শঙ্করকে।

   

অর্থমন্ত্রক কে সামলাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। অরুণ জেটলীর মৃত্যুর পর অর্থমন্ত্রী পদে গুরু দায়িত্ব পালন করেছেন নির্মলা সীতারামণ। লোকসভা ভোটে লড়েননি তিনি। রাজ্যসভার সাংসদ সীতারমণ। এবারও মন্ত্রিত্বের শপথ নিয়েছেন নির্মলা। জানা গিয়েছে, অর্থমন্ত্রী হিসাবে পের নির্মলা সীতারমণকেই দায়িত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া, পুরনো দায়িত্বে নিতিন গড়কড়ীও। মোদীর তৃতীয় মন্ত্রীসভায় সড়ক পরিবহণমন্ত্রী দায়িত্ব আবারও গড়কড়ীই পাচ্ছেন। তাঁর দুই ডেপুটি হিসাবে রাখা হল পূর্ব দিল্লির বিজেপি সাংসদ হর্ষ মলহোত্রা এবং উত্তরাখণ্ডের বিজেপি নেতা অজয় টামটাকে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে।

মনোহর লাল খট্টর দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে। বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক পরিচালনা করবেন তিনি। প্রথমটির জন্য, তিনি জুনিয়র মন্ত্রী শ্রীপাদ নায়েকের সহায়তা পাবেন, দ্বিতীয়টির জন্য, খট্টরের ‘ডেপুটি’ ছত্তিশগড়ের প্রথমবারের মন্ত্রী টোখান শাহু৷

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে শামিল করা হয়েছে মোদী মন্ত্রিসভায়। তিনি কৃষি মন্ত্রকের মূল দায়িত্বে।

জলশক্তি মন্ত্রকের দায়িত্বে সি আর পাটিল। ভূপেন্দ্র যাদব সামলাবেন পরিবেশ মন্ত্রক।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘হাম’ পার্টি প্রধান জিতেন রাম মাঝির সামলাবেন অতি ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ মন্ত্রক। তাঁর সহযোগী শোভা করন্দলাজে।

তথ্য ও সম্প্রচার এবং রেলওয় নিজেদের হাতেই রাখল বিজেপি। এই দুই মন্ত্রকের মন্ত্রী করা হল অশ্বিনী বৈষ্ণবকে।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে গেল টিডিপি-র রাম মোহন নাইডুর হাতে। মোদীর তৃতীয় মন্ত্রিসভায় রাম মোহন-ই সর্বকনিষ্ঠ মন্ত্রী।

এনডিএ-র শরিক এলজেপি প্রধান চিরাগ পাসোয়ানকে দু’টি মন্ত্রক ক্রীড়া এবং খাদ্য প্রক্রিয়াকরণের মন্ত্রী করা হয়েছে।

গতবার মোদীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন কিরেন রিজুজু। নতুন মন্ত্রিসভায় তাঁকে সংসদ বিষয়ক মন্ত্রী করা হল।