আদিত্য ঘোষ, ব্যারাকপুরঃ ব্যারাকপুর প্রয়াস নাট্যগোষ্ঠী আগামী ১৬ই জুন ২০২৪, রবিবার সন্ধেবেলা ব্যারাকপুর সুকান্তসদনে আয়োজিত হতে চলেছে অষ্টম বার্ষিক নাট্যসন্ধ্যা। যার নাম রাখা হয়েছে “প্রযত্নে প্রয়াস – অষ্টম”। জানা গিয়েছে যে, এই নাট্য-সন্ধ্যায় পরিবেশিত হবে বাংলা নাটকের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও কালজয়ী নাটক; ‘ব্রজেন্দ্র কুমার দে’ রচিত – ‘নটী বিনোদিনী ‘। থিয়েটারের প্রতি বিনোদিনীর ভালবাসা, আবেগ এবং ত্যাগ ও বলিদানের জীবন্ত দলিল হল ‘নটী বিনোদিনী’। বহুবছর পরে ব্যারাকপুর তথা তার পার্শ্ববর্তী অঞ্চলের আপামর নাট্যপ্রেমী মানুষ আবার সাক্ষী হতে চলেছে এই কালজয়ী নাটকের।
বিনোদিনী, ঠাকুর রামকৃষ্ণ, গিরিশ ঘোষ, সুরতকুমারী, রসরাজ অমৃত বোস, রাঙাবাবু, গুর্মুখ রায়, পান্নাবিবির মত জনপ্রিয় সমস্ত চরিত্ররা আবার জীবিত হতে চলেছে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আগামী ১৬ই জুন, রবিবার। আরও জানা গিয়েছে যে, প্রধান অতিথি হিসেবে থাকছেন নটী বিনোদিনী নাটকের শ্রষ্ঠা ঈশ্বর ব্রজেন্দ্র কুমার দের সুযোগ্য পুত্র তথা পালাকার, নাট্যকার শ্রী তরুণ কুমার দে।
এক সময় এই নাটকটি বাংলার যাত্রা শিল্পকে দারুন জনপ্রিয় করে তুলেছিল। অনেক যাত্রা কোম্পানি, থিয়েটার দলগুলি নিয়মিত এই নাটকটি মঞ্চস্থ করেছে বছরের পর বছর। একদিকে যেমন থিয়েটারের প্রতি বিনোদিনীর আবেগ, ভালবাসা, ত্যাগ অন্যদিকে ঠাকুর রামকৃষ্ণ ও গিরিশ ঘোষের মধ্যে ভক্ত ও ভগবানের অদ্ভুত নাটকীয় টানাপোড়েন। একদিকে গুর্মুখ ও রাঙাবাবুর বিনোদিনীর প্রতি প্রেম অন্যদিকে রসরাজ অমৃত বোসের কমিক রিলিফ, কি নেই এই নাটকে? এই নাটকটির প্রত্যেকটি দৃশ্য আইকোনিক। তাই এই নাটকের সাক্ষী হতে আগামী রবিবার ঠিক সন্ধে ছটায় আসতে হবে ব্যারাকপুর সুকান্ত সদনে।