গত ম্যাচে ঘরের মাঠে ও আটকে যেতে হয়েছে ব্লু-টাইগার্সদের (Indian footballer)। নির্ধারিত সময়ের শেষে শক্তিশালী কুয়েতের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে আনোয়ারদের। যা নিয়ে প্রবল হতাশ ভারতীয় ফুটবলপ্রেমীরা। আসলে এই ম্যাচ জিততে পারলেই ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে অনায়াসেই স্থান করে নিতে পারত ভারত।
বলতে গেলে এক নয়া রেকর্ড গড়ার সুযোগ ছিল তাদের কাছে। কিন্তু তা সম্ভব হয়নি। রহিম আলীরা একাধিকবার গোলের সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ থেকেছেন সকলে। ঘরের মাঠে ড্র করায় এবারের কোয়ালিফাইং রাউন্ডে অনেকটাই চাপ বাড়ল ভারতের।
বর্তমানে যা পরিস্থিতি তাতে আসন্ন ১১ তারিখ কাতারের বিপক্ষে জয় পেতে হবে ব্লু-টাইগার্সদের। যা নিঃসন্দেহে অনেকটাই কঠিন কাজ ইগর স্টিমাচের ছেলেদের কাছে। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাছাড়া নিজেদের দেশের মাটিতে কাতার দল যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা ভালো মতোই জানেন সকলে।
কিন্তু এসবের মাঝেও নিজেদের দল নিয়ে যথেষ্ট বিশ্বাসী গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধু। একটি মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের সবরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। কোনো খেলাতেই খেলার আগে পরাজয় আসেনা। অর্থাৎ মাঠে নেমে নিজেদের সমস্ত কিছু দিয়ে লড়াই করতে হবে।
এছাড়াও তিনি আরো বলেন, আমরা মূলত তিনটি পয়েন্ট পাওয়ার জন্যই কাতার যাব। সকলেই এই ম্যাচে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো। বর্তমানে আসন্ন এই ফুটবল ম্যাচের দিকেই নজর রয়েছে গোটা দেশবাসীর।