নতুন এনডিএ সরকারের এখনও অবধি শপথগ্রহণ অনুষ্ঠান হয়নি। সেইসঙ্গে নরেন্দ্র মোদীও এখনও অবধি দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ নেননি। এরই মাঝে বিশাল বড় ভবিষ্যৎবাণী করে ফের শিরোনামে জায়গা করে নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি জানালেন, ‘সরকার বেশিদিন টিকবে না।’
দীর্ঘ ২৫ বছর পর লোকসভা ভোটে হার কার্যত হজম করতে অসুবিধা হচ্ছে অধীরের বলে মনে হচ্ছে। কংগ্রেসের বরিষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। নির্বাচনে পরাজয়ের পর অধীর রঞ্জন বলেছেন, নিজের হয়ে জেতার জন্য সবরকম চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। যাইহোক, আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাজির হয়েছিলেন অধীর। সেখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা রাহুল গান্ধীকে লোকসভায় দলের নেতা করার প্রস্তাব পাস করেছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “সবাই সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) লোকসভার নেতা হিসেবে চায়।”
এরপর নতুন সরকার প্রসঙ্গে অধীর বলেন, ‘এই সরকার বেশিদিন টিকবে না।’
#WATCH | Delhi: After the CWC meeting, Congress leader Adhir Ranjan Chowdhury says, “Everyone unanimously wants Rahul Gandhi to be the LoP… This government will not last long…” pic.twitter.com/UVZ4Lve6Ko
— ANI (@ANI) June 8, 2024