বার্ড ফ্লুতে প্রথম মৃত্যু, সতর্ক করল চিকিৎসকরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানান হয় যে, মেক্সিকোতে একজন ব্যক্তি বার্ড ফ্লুর H5N2 ভাইরাসের সংক্রমণের ফলে মারা গেছেন। জানা যায় সেই ব্যাক্তির জ্বর, শ্বাসকষ্ট,…

Scientists express concern about Bird Flu Virus infection and the fear of it spreading through the air

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানান হয় যে, মেক্সিকোতে একজন ব্যক্তি বার্ড ফ্লুর H5N2 ভাইরাসের সংক্রমণের ফলে মারা গেছেন। জানা যায় সেই ব্যাক্তির জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং বমি বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত 24 এপ্রিল তিনি মারা যান। তবে ঐ রোগী মুরগি বা অন্যান্য প্রাণীর সংস্পর্শে আসেননি সঙ্ক্রমণের আগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার একাধিক শারীরিক পরীক্ষা করে এই তথ্য দিয়েছে। তবে মেক্সিকো সিটিতে 59 বছর বয়সী সেই সংক্রমক ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি নেওয়ার পর চিকিৎসকরা জানান যে তিনি ভাইরাসের দ্বারা সংক্রমিত।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এই বিষয়টি বিশ্বব্যাপী রিপোর্ট করা ইনফ্লুয়েঞ্জা A(H5N2) ভাইরাসের দ্বারাই সংক্রমিত হন ঐ ব্যাক্তি। সেখেত্রে ভাইরাসের সংস্পর্শে আসার উৎস প্রথমে অজানা ছিল চিকিৎসকদের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলেছে, যদিও দেশে হাঁস-মুরগিতে H5N2-এর ঘটনা ঘটেছে। তবে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মতে, H5N2 এর ঘটনাটি মার্চ মাসে মিচোয়াকান রাজ্যে পোল্ট্রিকে বিশেষ প্রভাবিত করেছে।

   

তবে চিকিৎসকদের মতে এই ভাইরাসের দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম। তবে এই বার্ড ফ্লুর একটি ভিন্ন রূপ,যেখানে H5N1, কয়েক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে দুগ্ধজাত গরুর পালের মধ্যে ছড়িয়ে পড়ছে বেশি মাত্রায়। মানুষের মধ্যে অল্প সংখ্যক লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা আরও জানান এই
ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না,রোগটি গবাদি পশু থেকে মানুষে ছড়িয়ে পরার প্রবনতাই বেশি। তাই গবাদি পশু থেকে সাবধানে থাকা জরুরী।