বুধবার বিকেলে শেষ হয়েছে এনডিএর বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ খুব বড় কিছু অঘটন না ঘটলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত নরেন্দ্র মোদী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে বুধবার এই বৈঠক প্রায় দু’ঘণ্টা চলে। এই বৈঠক ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতৃত্ব সহ অমিত শাহ, জেপি নাড্ডা।
তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, এই বৈঠকে বিশেষ কিছু আলোচনা হয়নি। এনডিএ শরিক দলেরা যদি রাজি থাকত তাহলে আজকেই রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে সরকার গঠনের আবেদন জানত এনডিএ। কিন্তু আজ সেই সম্ভবনা নেই। অর্থাৎ বৈঠকে শরিক দলের সঙ্গে আলাপ আলোচনায় সমাধান সূত্র আসেনি। সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, একে একে সব দলের শরিকরা মিটিং শেষে যে যার মতো চলে গিয়েছে। তাহলে কি দফতর বণ্টন নিয়ে বিরোধ নাকি আজ রাতেই ঘটতে চলেছে বড় কোন ঘটনা?
অন্যদিকে খাড়গের বাসভবনে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। সেইখানে যোগ দিতে গিয়েছেন ২৭টি দলের প্রতিনিধিরা। বৈঠকে কী আলোচনা হয় সেই দিকেই তাকিয়েই গোটা দেশ। আবার অন্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে আজই রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন নরেন্দ্র মোদী। সাতটা থেকে আটটা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে বিশেষ কাজের জন্য বিশেষ বন্দোবস্তর আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনে বিদায়ী মন্ত্রীসভার সদস্যের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে।
যত সময় গড়াচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। কী হতে চলেছে আজ সন্ধেবেলায়? মোদী কি আজই সরকার গঠনের দাবি জানাবেন নাকি আগামী ৭ তারিখ এনডিএ-এর সংসদীয় বৈঠকের পরেই জানা যাবে কবে শপথ নেবেন মোদী। আবার কংগ্রেসের কয়েকটি সংগঠনের দাবি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ইন্ডি জোটকে সমর্থন করবে।