সাত দফা ধরে লোকসভা ভোট। সেই ভোট তো মিটলো। ফলও বেরোলো। কিন্তু অঙ্ক মিলছে না। দিল্লির মসনদে শেষমেশ কে বসবেন তা নিয়ে নানা জল্পনা। সবার নজর নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর দিকে। মওকা বুঝে চওকা হাঁকালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে দিলেন বার্তা। নীতীশ ও চন্দ্রবাবুকে বার্তা দিতে ছাড়েননি মোদিও।
পরপর তিনবার প্রধানমন্ত্রী। জওহারলাল নেহরুর পরে এই রেকর্ড ছোঁয়ার সুযোগ নরেন্দ্র মোদির সামনে। যদিও এবার তিনি ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি। তাঁর, অব কি বার চারশো পারের স্লোগানও জোর ধাক্কা খেয়েছে। এনডিএ তিনশোও টপকাতে পারেনি। নেহরুর রেকর্ড ছোঁবেন মোদি? নাকি কেন্দ্রে সরকার গড়বে বিরোধীরা? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদিও ফল ঘোষণার পরে নরেন্দ্র মোদি বলেছেন, ‘১৯৬২ সালের পরে এই প্রথম কোনও সরকার তৃতীয়বারের জন্য গঠিত হচ্ছে।’
সরকার গড়তে একই বিমানে নীতীশ-তেজস্বী
দিল্লিতে এবার তা হলে কার সরকার। এ নিয়ে জোর অঙ্ক কষা চলছে। উঠে আসছে নানা সম্ভাবনার কথা। ফল ঘোষণার পরেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি খুব খুশি হয়েছি যে নরেন্দ্র মোদি সংখ্যাগরিষ্ঠতা পাননি। উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েটলি প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত।’ একই সঙ্গে তিনি আরও বলেছেন, ‘উনি বলেছিলেন ইস বার ৪০০ পার। আমি বলেছিলাম, পগারপাড়। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপির আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। এদের আমি ভালো করে চিনি। ইন্ডিয়া জোট ভাঙতে দেব না।’
এর জন্য সবার নজর এখন বিহার এবং অন্ধ্রে। নীতীশ কুমারের জেডিইউ এবং তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবুর নায়ডুর দিকে। এই দুই দলই এবার ভালো পারফরম্যান্স করেছে। কিন্তু, দুটি দলই খাতায়-কলমে রয়েছে এনডিএতে। তারা যদি নৌকা বদল করে তা হলেই কিন্তু দিল্লিতে খেলা ঘুরে যেতে পারে বিরোধীদের দিকে। এই মওকা বুঝে চওকা মেরেছেন মমতা। নাম না করে নীতীশ ও চন্দ্রবাবুকে দিয়েছেন বার্তা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি ইন্ডিয়ার বন্ধুদের পাশে আছি। অন্য যারা ইন্ডিয়ায় যোগ দিতে চান তাঁদের স্বাগত। টাকার জন্য বিজেপির কাছে মাথা নত করলে দেশ ক্ষমা করবে না।’
ফের কি দলবদল? ভোটে জিতেই অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
মমতার নাম না করে বার্তা। আর মোদির একেবারে সরাসরি। বিহার এবং অন্ধ্রপ্রদেশের নেতাদের প্রশংসায় ভরিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘অন্ধ্রে চন্দ্রবাবুর নেতৃত্বে এনডিএ ভালো ফল করেছে। বিহারে নীতীশ কুমারের নেতৃত্বেও এনডিএ ভালো করেছে।’
শেষমেশ তা হলে দিল্লিতে কী হবে। নেহরুর রেকর্ড ছোঁবেন মোদি? নাকি খেলা ঘুরে যাবে। ভোট মিটলেও অঙ্ক চলছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছেন, ‘তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন মোদি।’