নিজের বাড়িতেই আক্রান্ত মিমি ? সমাজমাধ্যমে পোস্ট করলেন আঁচড়ের ছবি !

সোমবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে তার পায়ের আঁচড় এর একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। (Mimi Chakraborty) ছবিতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। মিমি চক্রবর্তী…

mimi chakraborty

সোমবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে তার পায়ের আঁচড় এর একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। (Mimi Chakraborty) ছবিতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বরবারই পশুপ্রেমী বলে পরিচিত। পশুদের অত্যাচেরর বিরুদ্ধে বহুবার সরবও হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি রতন টাটা (Ratan Tata) তার কর্মীদের নিজের তাজ হোটেল চত্বরে পথপশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার নির্দেশকে কুর্নিশ জানান অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি মন্তব্য করেছিলেন,“আপনি সবার অনুপ্রেরণা।সবাই যদি এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাঁদের মধ্যে রয়েছে, তাঁরাই প্রকৃত অর্থে ধনী।”

   

প্রসঙ্গত অভিনেত্রীর বাড়িতে রয়েছে একাধিক পোষ্য। সমাজমাধ্যমে তাদের ছবিও মাঝের মধ্যে শেয়ার করেন অভিনেত্রী। তাদের নিয়ে অনেকসময় ভ্রমণেও যান তিনি । সোমবার তার পায়ের ক্ষতবিক্ষত স্থানের ছবি শেয়ার করে মিমি চক্রবর্তী লেখেন, “আপনারা কি বুঝতে পারছেন এটা কার কাণ্ড?” তার ইঙ্গিত ছিল সেই পোষ্যদের মধ্যেই কারুর আঁচড়েই এই ক্ষত হয়েছে।

Advertisements

এবছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না অভিনেত্রী। সামনেই মুক্তি পাচ্ছে তার অভিনীত বাংলাদেশ এর ছবি ‘তুফান’। (Toofan) এই চলচ্চিত্রে মিমির বিপরীতে রয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান।