রিজার্ভ দলের অন্য নতুন কোচ নিয়োগ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ইতিমধ্যে দলের দায়িত্ব গ্রহণ করেছেন দেগি কার্দোজো (Deggie cardozo)। মোহনবাগানের রিজার্ভ দলের দায়িত্ব নেওয়ার পরেই নিলেন চ্যালেঞ্জ। পাখির চোখ কলকাতা ফুটবল লিগ।
আসন্ন মরসুমের আগে রিজার্ভ দলের জন্য নতুন কোচ নিয়োগ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। জুনিয়র ফুটবলারদের সঙ্গে কাজ করার ব্যাপারে অভিজ্ঞ দেগি কার্দোজোকে দায়িত্ব দিয়েছে সবুজ মেরুন ক্লাব। বাস্তব রায়ের জায়গায় তাঁকে নিয়ে এসেছে ক্লাব ম্যানেজমেন্ট। গত মরসুমে মোহনবাগান সুঅপর জায়ান্টের রিজার্ভ দলের কোচ ছিলেন বাস্তব রায়।
Mohun Bagan: মোহনবাগানের গোলকিপার লিস্টেই নেই, অমরিন্দর অনেক এগিয়ে
২০২০ সালে এটিকে ছেড়ে এফসি গোয়ার যুব দলের দায়িত্ব নিয়েছিলেন দেগি কার্দোজো। সেখানে পেয়েছেন সাফল্য। তাঁর প্রশিক্ষণে এফসি গোয়ার যুব দল জিতেছে ভাউসাহেব বন্দোদকর স্মৃতি পুরস্কার। মোহনবাগানের হয়ে ট্রফি জয়ের ধারা বজায় রাখতে চাইছেন কোচ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে দেগি কার্দোজো বলেছেন, ‘এফসি গোয়ায় যুব দলের উন্নতির দিকে বেশি গুরত্ব দেওয়া হতো। মূল দলের কথা মাথায় রেখে জুনিয়র প্লেয়ারদের তৈরি করে নেওয়া হতো গোয়ায়।’
Mohun Bagan: মরসুম শেষে কী করছেন রাজ বাস্ফোর? নিজেই দিলেন আপডেট
এফসি গোয়ার কাজের অভিজ্ঞতাকে কলকাতায় কাজে লাগাতে চাইছেন ৩৬ বছর বয়সী এই প্রশিক্ষক। মোহনবাগানের জন্যই সদর্থক ভূমিকা রাখতে পারবেন বলে কার্দোজো আশা করছেন। তিনি বলেছেন, কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা চেষ্টা করবো। ডুরান্ড কাপ বা অন্যান্য যে টুর্নামেন্টে আমাদের দল খেলবে সেখানে ভাল ফল করাই হবে লক্ষ্য। এবং অবশ্যই ভবিষ্যতে আরএফডিএল-এ দলকে সেরা জায়গায় দেখতে চাই।’