News Desk: ভারতে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই মুহূর্তে বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। তবে একদিনে করোনায় মৃত্যু কমে এসেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন এবং করোনায় মৃতের সংখ্যা ২২০।
গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৫ জন। ভারতে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৩৬ শতাংশ। অন্যদিকে, সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৬১ জন।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪, মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮০। করোনা পর্বে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৬৬ হাজার ৩৬৩।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৬৬ লক্ষ ৬৫ হাজার ২৯০। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা টিকাকরণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৫৪ লক্ষ ১৬ হাজার ৭১৪।