বিশ্বকে প্রথম Happy New Year বলে প্রবাল দ্বীপ কিরিবাটি

প্রসেনজিৎ চৌধুরী: Happy New Year! নতুন বছরে সবাই ভাল থাকবেন। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ কিরিবাটি (Kiribati) বাসিন্দারা একথা জানিয়ে দিলেন বিশ্ববাসীকে। (kiribati island new year)…

kiribati island new year

প্রসেনজিৎ চৌধুরী: Happy New Year! নতুন বছরে সবাই ভাল থাকবেন। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ কিরিবাটি (Kiribati) বাসিন্দারা একথা জানিয়ে দিলেন বিশ্ববাসীকে। (kiribati island new year)

কিরিবাটি দ্বীপেই হয় প্রথম নিউ ইয়ার kiribati island new year

ভৌগোলিক কারণে লন্ডনের গ্রিনিচ মেন টাইম (GMT) থেকে ১৪ ঘন্টা এগিয়ে থাকা কিরিবাটি দ্বীপে বিশ্বে প্রথম ক্যালেন্ডারের পাতা নতুন বছরে ঢুকে পড়ে। বদলে যায় সাল তারিখ।

   

নারকেল ফুল, ঝিনুক, প্রবাল দিয়ে নতুন বছরকে স্বাগত জানান কিরিটিমাটির বাসিন্দারা। এরপর ঘড়ির কাঁটা ধরে সময় এগিয়ে যাবে, আর তারসঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে পালিত হবে নতুন বছরকে স্বাগত জানানোর পালা।

 

কেমন সে দেশ? kiribati island new year

সমুদ্র তরঙ্গে জীবন দেখা শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ‘বন্দরে বন্দরে’ যারা পড়েছেন তাদের কাছে মনিমুক্তোর মতো ধরা আছে এই দ্বীপভূমির কথা। যারা শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ‘বন্দরে বন্দরে’ পড়েছেন তারা এই অদ্ভুত ঝিনুক দ্বীপগুলির রূপ কল্পনা করে নিতে পেরেছেন।

নাবিক জীবনের কথা লিখতে গিয়ে কিরিবাটিসহ প্রশান্ত মহাসাগরীয় ছোট ছোট দ্বীপদেশগুলোর বর্ননা দিয়েছেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর অতীন বন্দ্যোপাধ্যায়ের কলম জাদুতে মগ্ন পাঠক/পাঠিকারা পেয়েছেন আরও হরেক ঝিনুক!

দ্বীপ-দেশ কিরিবাটি kiribati island new year

এখানে সাগর ফেনিল জীবন আর প্রবাল রূপের ছটা। দ্বীপ-দেশ কিরিবাটি। প্রশান্ত মহাসাগরের বিশাল বিশাল ঢেউ এই দ্বীপের উপকূলে এসে মিলিয়ে যায়। নির্ভয়ে কচ্ছপ আর বিরল সামুদ্রিক প্রাণীরা এখানে ঘুরে বেড়ায়।

দ্বীপ কিরিবাটির অন্যতম শহর কিরিটিমাটির বর্ষবরণ কিন্তু ঢেকে যায় সিডনি, নিউইয়র্ক, টোকিও, লন্ডনের রোশনাই জৌলুসে। তবে ভৌগোলিক কারণে, ছোট্ট দেশটি সবার আগে ক্যালেন্ডারের পাতা উল্টে দেওয়ার গৌরব অর্জন করে। প্রকৃতি দিয়েছে এই উপহার। হাজার আলোর, কর্পোরেট তামাশার কোনও ক্ষমতাই নেই কিরিবাটি দ্বীপের কিরিটিমাটি শহরের বর্ষবরণকে টেক্কা দেওয়ার।

ঝিনুক ও নারকেল ফুল ছড়িয়ে বর্ষ বরণ kiribati island new year

কিরিবাটির দ্বীপের বর্ষবরণ তেমন আলোচিত নয়। এ দেশের বাসিন্দারা নিজ নিজ রীতিতে ঝিনুক ও নারকেল ফুল ছড়িয়ে বর্ষ বরণ করেন। প্রশান্ত মহাসাগরের ঢেউ এসে সেই ঝিনুক ও মালা ভাসিয়ে নিয়ে যায়। আবার এক নতুন বছরের পালা। এ বছর শুভ হোক সবার জন্য। 

 

 World: Happy New Year! Kiribati, the first place to welcome 2025 due to its GMT+14 timezone, celebrates with traditional festivities using coconut flowers, shells, and corals. This tiny island leads the world in ushering in the New Year.