আপনি কি গ্র্যাজুয়েট তাহলে আবেদন করতে পারেন National Thermal Power Corporation তে। কারণ National Thermal Power Corporation নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখানে। পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০.০৬.২০২৪
পদ:-
এখানে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –
1.Executive ( Business Development Finance)
2.Executive ( Business Development)
3.Executive ( Business Development Company Secretary)
যোগ্যতা:-
এই সমস্ত পদগুলোতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech করা থাকতে হবে। এছাড়াও Microsoft Word,Excel,PPT সংক্রান্ত কাজ জানতে হবে। এছাড়াও 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স:-
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স 35 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
বেতন:-
Business Development Finance Executive পদের ক্ষেত্রে মাসিক ১ লক্ষ্য টাকা ও বাকি দুটি পদে ক্ষেত্রে মাসিক ৯০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে NTPC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য দিতে পূরণ করতে হবে। দিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। দিয়ে আবেদন মূল্য পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদন মূল্য:-
SC এবং ST শ্রেণীর প্রার্থী ছাড়া বাকি সমস্ত শ্রেণীর প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে।