ভোট সপ্তমীতে দফায় দফায় অশান্তি, ‘TMC হারছে’, ভবিষ্যৎবাণী দিলীপ ঘোষের

বাংলায় সপ্তম দফার ভোট শুরু হতে জায়গায় জায়গায় অশান্তির সৃষ্টি হচ্ছে। শনিবার ১ জুন বাংলা সহ দেশজুড়ে শেষ দফার ভোটগ্রহণ হচ্ছে। কিন্তু ভোট সপ্তমীতে বাংলায়…

dilip ভোট সপ্তমীতে দফায় দফায় অশান্তি, 'TMC হারছে', ভবিষ্যৎবাণী দিলীপ ঘোষের

বাংলায় সপ্তম দফার ভোট শুরু হতে জায়গায় জায়গায় অশান্তির সৃষ্টি হচ্ছে। শনিবার ১ জুন বাংলা সহ দেশজুড়ে শেষ দফার ভোটগ্রহণ হচ্ছে। কিন্তু ভোট সপ্তমীতে বাংলায় ভোটারদের প্রভাবিত করে থেকে শুরু করে ইভিএম কারচুপি, শাসক বিরোধীদের মধ্য তরজা, মারামারি, বোমাবাজির মগ ঘটনা ঘটছে। একাধিক ঘটনার পিছনে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এবার এই ইস্যুতে বিরাট মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলের ভোট ভবিষ্যৎ কী হবে তা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

তিনি জানালেন, ‘ভোটারদের প্রভাবিত করতে, ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার মতো কাজ করছে তৃণমূল। কলকাতা এবং আশেপাশের জায়গায় হেরে যাচ্ছে তৃণমূল। আর এই ভয়ের জেরেই জায়গায় জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে তৃণমূল। কিন্তু ভোট সম্পন্ন হবেই।’

   

এদিন পশ্চিমবঙ্গের নয়টি লোকসভা আসনে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। ভাঙর থেকে শুরু করে যাদবপুর এবং ডায়মন্ড হারবার আসনের বিভিন্ন অংশে তৃণমূল, আইএসএফ এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যদিও কমিশন দাবি করেছে যে এখনও পর্যন্ত ভোটদান শান্তিপূর্ণ হয়েছে, তবে তারা জানিয়েছে যে সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ইভিএম ত্রুটি এবং এজেন্টদের বুথে প্রবেশ করতে বাধা দেওয়ার বিরুদ্ধে ১,৪৫০টি অভিযোগ পেয়েছে।