Rainfall: বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া, ভারী বৃষ্টির জন্য বহু জেলায় কমলা সতর্কতা জারি

আজ শনিবার ভোটের দিন বাংলায় দফায় দফায় ঝড় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর তালে আছেন বা…

আজ শনিবার ভোটের দিন বাংলায় দফায় দফায় ঝড় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর তালে আছেন বা ইতিমধ্যেই বাড়িয়ে বাইরে রয়েছেন? তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।

দক্ষিণবঙ্গের কথা বললে, আজ সব জেলায় অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৬০ কিমি বেগে হতে পারে। প্রসঙ্গত, ১ জুন দক্ষিণবঙ্গের ৯টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে।

   

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আজ ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। সেখানে মূলত বর্ষার বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পঙ থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তিস্তা নদীর পানিও বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কেরলে বর্ষার আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু বাংলায় বর্ষা কবে আসবে, সে বিষয়ে এখনই কিছু বলার মতো অবস্থায় নেই আবহাওয়া দফতর। সাধারণত জুনের প্রথম সপ্তাহে বাংলায় বর্ষা আসে। দেশের বাকি অংশে বর্ষা আসার পরেই বাংলায় বর্ষার আগমন নিয়ে কিছু বলা যেতে পারে। ১ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। ২ ও ৩ জুন দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য ৪ ও ৫ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।