‘রবিবার দুপুর ৩টেয় আমি…’, বিরাট ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

অন্তর্বর্তী মেয়াদের জামিন শেষ হচ্ছে আগামী কাল, শনিবার। আর তার ঠিক পরের দিন অর্থাৎ রবিবার আত্মসমর্পণ করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কেজরি…

Delhi Elections: Kejriwal admits his failure to fulfill three major promises in five years

অন্তর্বর্তী মেয়াদের জামিন শেষ হচ্ছে আগামী কাল, শনিবার। আর তার ঠিক পরের দিন অর্থাৎ রবিবার আত্মসমর্পণ করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কেজরি জানান, তিনি রবিবার বেলা ৩টেয় আত্মসমর্পণ করার জন্য বাড়ি থেকে বের হবেন। দিল্লির আফগারি মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। 

আজ, শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, আগামী পরশু, আত্মসমর্পণ করার জন্য আমি দুপুর ৩টেয় বাড়ি থেকে বের হব। তানাশাহির (অত্যাচার) বিরুদ্ধে আমরা লড়ছি, যদি দেশের জন্য আমায় জীবনও দিতে হয়, দুঃখ পাবেন না।

   

আপ নেতা জানান, ৫০ দিন জেলে থাকার ফলে তাঁর স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে তাঁর ওজনও কমে গিয়েছে। নতুন করে চিকিৎসাও শুরু করতে হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে তাঁকে ডায়াবেটিসের জন্য ওষুধ দেওয়া হয়নি।

সব রাজ্যকে হেলায় টেক্কা বাংলার, দেশে জিতলেও বঙ্গভূমে মোদীকে বলে বলে গোল মমতার!

চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে চিন্তিত বলে জানান কেজরিওয়াল। তিনি বলেন, আমি ৫০ দিন জেলে ছিলাম, এই ৫০ দিনে মার ওজন ৬ কেজি কমে গিয়েছে…এমনকী জামিন পাওয়ার পরও আমার ওজন বৃদ্ধি পায়নি।

তিনি বলেন, এই সমস্ত প্রতিকূলতা থাকা সত্ত্বেও দিল্লি জনগণের কল্যাণের বিষয়টিকে আমি অগ্রাধিকার দিয়েছি। কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, প্রয়োজনীয় পরিষেবা এবং উদ্যোগগুলি যেমন – বিদ্যুৎ, মহল্লা ক্লিনিক, হাসপাতাল, বিনামূল্যে ওষুধ এবং মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের মতো বিষয়গুলি চালু থাকবে।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের মধ্যে না থাকলেও চিন্তা করবেন না। সমস্ত কাজ চালু থাকবে। আমি আপনাদের মধ্যে শারীরিকভাবে উপস্থিত নাও থাকতে পারি, তবে আপনারা কোনও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। কোনও কাজ বন্ধ হবে না।

India-China Conflict: সিকিম থেকে ঢিল ছোড়া দূরত্বে চিনা যুদ্ধবিমান মোতায়েন! আশঙ্কায় দিল্লি?

কেজরিওয়াল তাঁর বৃদ্ধ বাবা-মায়ের সুস্থতার জন্য জনগণকে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমার মা-বাবার বয়স হয়েছে…যদি আপনারা প্রতিদিন আমার মায়ের জন্য প্রার্থনা করেন, তিনি নিশ্চিতভাবেই সুস্থ থাকবেন।

দিল্লি আফগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থার মতে, দিল্লিরর মুখ্যমন্ত্রী এখন বাতিল নীতির খসড়া তৈরি করতে এবং মদের লাইসেন্সের বিনিময়ে ঘুষ বা ঘুষ চাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন। তদন্তকারী সংস্থার দাবি, ঘুষ হিসেবে নেওয়া ১০০ কোটি টাকা গোয়া ও পঞ্জাবের নির্বাচনী প্রচারে ব্যবহার করেছিল আম আদমি পার্টি।

প্রায় সাড়ে ১৫ হাজার ফুট উঁচুতে বিশ্বের উচ্চতম বুথ ভারতে, খুঁজে নিন আপনি

আম আদমি পার্টি এবং কেজরিওয়াল এই গ্রেফতার ও মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছে। এই গ্রেফতারি ঘিরে বিজেপি এবং কংগ্রেস-আপ নেতৃত্বাধীন বিরোধীদের জোট ইন্ডির মধ্যে সংঘাত শুরু হয়।