আগামীকাল লোকসভা ভোটের শেষ দফার ভোট আর তার আগেই ফের হুমকির ছবি দেখা গেল বাংলায়। আগামীকাল ভোট রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে, সেই কেন্দ্রের অন্তর্গত খড়দহ(Kharda) বিধানসভায় ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। খড়দহের বিজেপি মণ্ডল সভাপতির বাড়ির সামনে উদ্ধার হল সাদা থান এবং কালো প্লাসটিকে মোড়া কিছু জিনিস। এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা।
খড়দহ পুরসভার পুরসভার ৬ নম্বরে ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দহের বাসিন্দা পিন্টু পাল। খড়দহের বিজেপির মণ্ডল সভাপতি তিনি। শুক্রবার সকালে তাঁর বাড়ির সামনে একটি একটি সাদা থানা ও কালো প্লাস্টিকে মোড়া অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে সাদা থান ও কালো প্লাস্টিকটি উদ্ধার করে।
এই ঘটনার পরে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভোটের আগে এই ঘটনা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে তৃণমূল। প্রসঙ্গত ভোটের আগে এমন হুমকির ছবি বহুকাল আগে দেখা যেত। সেই হুমকির ছবি ফের দেখা গেল বাংলায়।