কলেজে ভর্তি নিয়ে বড় পদক্ষেপের পথে শিক্ষা দফতর, অনলাইনে ভর্তি শুরু কবে থেকে?

স্নাতোকস্তরে কলেজে ভর্তি নিয়ে নানা সময়ই দুর্নীতির অভিযোগ ওঠে। বেশিরভাগ সময়ই কাঠগড়ায় থাকে শাসক দলের ছাত্র সংগঠন। যা নির্মূল করতে দাবি ওঠে কেন্দ্রীয় ভাবে অনলাইনে…

when is the possible date of starting the online admission process in colleges 2024 of west bengal, কলেজে ভর্তি নিয়ে বড় পদক্ষেপের পথে শিক্ষা দফতর, অনলাইনে ভর্তি শুরু কবে থেকে?

স্নাতোকস্তরে কলেজে ভর্তি নিয়ে নানা সময়ই দুর্নীতির অভিযোগ ওঠে। বেশিরভাগ সময়ই কাঠগড়ায় থাকে শাসক দলের ছাত্র সংগঠন। যা নির্মূল করতে দাবি ওঠে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ছাত্র ভর্তির। এতদিন তা করতে পারেনি রাজ্য। সূত্রের খবর, এবার নবান্নের তরফে মিলেছে সবুজ সংকেত। তাই শিক্ষা দফতর প্রস্তুত কলেজগুলোতে অনলাইনে স্নাতোকস্তরে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী আচরণবিধি মিটলে বিজ্ঞপ্তি দিয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার বিষয়টি জানিয়ে দেবে শিক্ষা দফতর।

সম্ভবত ২২ জুন থেকে কলেজে স্নাতোকস্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হলে কলেজগুলোর হাতে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে মেধাতালিকা তৈরির কোনও ক্ষমতা থাকবে না।

   

গরমের ছুটির পর স্কুল খুলছে কবে থেকে? নির্দেশিকা জারি সরকারের

রাজ্যজুড়ে একটি মাত্র পোর্টালের মাধ্যমেই কলেজে অনলাইনে ভর্তির জন্য আবেদন ও ভর্তি হতে পারবে আবেদনকারীরা। পড়ারশুনোর জন্য জমার অর্থও (অ্যাডমিশন ফি) উচ্চশিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা করতে হবে। এক্ষেত্রেও কলেজের সঙ্গে আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক থাকবে না। সমস্যা এড়ানো ও ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই অনলাইনে কলেজে ভর্তিতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার।

এই পোর্টালের দেখভাল এবং রক্ষণাবেক্ষণ করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।

৩৩২টা আসনে হারছে বিজেপি, শেষ দফার আগে বিরাট দাবি

২০২২ সালেই কেন্দ্রীয়ভাবে একই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। ফলে তখনকার মতো পরিকল্পনাটি স্থগিত হয়ে যায়। তবে অবশেষো চলতি শিক্ষাবর্ষ থেকেই একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা।