ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। তাই সমগ্র দেশের সর্বাঙ্গীন উন্নতির কারনে কৃষির উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই কৃষির উন্নতির কথা ভেবেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষি ব্যবস্থাকে উন্নত করার প্রচেষ্টায় বিভিন্ন ধরনের প্রকল্পর সূচনা করা হয়েছে। যার মধ্যে একটি সবচেয়ে প্রচলিত প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্প‘। এখন বর্তমানে কৃষির মাধ্যমে কিভাবে কৃষকরা ফসলের গুণমান এবং পরিমাণ বৃদ্ধি করে নিজেদের আয় কে বৃদ্ধি করবে, তার দিকে নজর দিচ্ছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।
তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাসায়নিক সার বাদ দিয়ে প্রধানত জৈব সারের মাধ্যমে কৃষি কাজে লাগানো। কেননা বহুদিন ধরে রাসায়নিক সারের ব্যবহারের ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে । তার ফলে জমিতে একদিকে যেমন লবণের পরিমাণও বেড়েছে আবার ভূমিক্ষয় বাড়ছে এবং যার প্রত্যক্ষভাবে প্রভাব পড়ছে ফসলের উৎপাদনের ওপর। এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্র সরকারি তরফ থেকে কৃষকদের জন্য আনা হলো এই নতুন প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে PM PRANAM Yojna বা PM Promotion of Alternate Nutrients of Agriculture Management Yojana।
পিএম প্রণাম যোজনা কি?
বর্তমানে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রধানত দেশের সমস্ত ছোট বড় কৃষকদের জন্য তাদের কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রধানত জৈব সারের ব্যবহার করে যে চাষ করার কথা বলা হয়েছে, তাকেই বলা হচ্ছে “প্রধানমন্ত্রী প্রণাম যোজনা”।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি?
কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পের মূল উদ্দেশ্য বলতে গেলে সেটা হল কৃষি জমিতে অতিরিক্ত সারের ব্যবহার কমানো। জমিতে উপযুক্ত এবং পরিমাণ মতো সার ব্যবহার করার বিষয়ে কৃষকদের সচেতন করা এবং এই লক্ষ্যের সাবসিটি দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি জমি তৈরি করা।
এই প্রকল্প শুধুমাত্র পঞ্চায়েত স্তরের এলাকার জন্য গ্রাহ্য হবে। ৩ বছর ধরে কাজের পর্যালোচনা করা হবে এবং Integrated Fertilizer Management System এর মাধ্যমে দেখা হবে স্যারের ব্যবহার কেমন হচ্ছে। দেখা গেছে অ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সারের ব্যবহার ২০১৭-১৮ সালের তুলনায় ২০২১-২২ সালে প্রায় ২১% বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২২-২৩ সালের জন্য প্রায় ১.০৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বর্তমানে তা বেড়ে ২.২৫ লক্ষ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।