‘সম্মানহানি-ষড়যন্ত্র’, ইডির সমন নিয়ে বিস্ফোরক ঋতুপর্ণা সেনগুপ্ত

রেশন দুর্নীতি কাণ্ডে বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এসবের মধ্যেই এই মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর,…

rituparna sengupta reacts on ed summoned for ration scam case, ইডি-র সমন প্রসঙ্গে কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত

রেশন দুর্নীতি কাণ্ডে বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এসবের মধ্যেই এই মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, আগামী ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। এই সমন নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা।

কী বলেছেন অভিনেত্রী?

   

অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় ২০১৯ সালে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি-র গোয়েন্দারা। প্রায় পাঁচ বছর পরে এবার রেশন দুর্নীতি মামলায় ডাক পড়েছে বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রীর।

বর্তমানে কলকাতা বা দেশে নেই ঋতুপর্ণা। রয়েছেন মায়ামিতে। রেশন দুর্নীতি কাণ্ডে তাঁকে সমন পাঠানো নিয়ে আনন্দবাজার অনলাইন-কে ঋতুপর্ণা বলেছেন, ‘রেশন দুর্নীতি কী? আমি এ বিষয় কিছুই জানি না। সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’

রেশন কেলেঙ্কারি মামলাতেই শ্রীঘরে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হেফাজতে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ শাসকদলের বেশ কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা। রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান বাড়িতে গিয়ে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা।

যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন! আগামী ৬৩ ঘণ্টা চলবে না ৯৩০টি লোকাল ট্রেন

ঋতুপর্ণা সেনগুপ্তের দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর দু’একটি অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল। ইডি-র সমন পাঠানো বা দুর্নীতির প্রসঙ্গ টেনে তাঁকে নিয়ে চর্চা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। এক জন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়।’

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন ঋতুপর্ণা। তাঁর দাবি ইডির সমন এখনও পাননি তিনি। কিন্তু পেলে ইডির ডাকে সাড়া দেবেন তিনি? ঋতুপর্ণার জবাব, ‘আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’