PM Modi: মোদীর তত্ত্ব মানলে রবীন্দ্রনাথ কখনো গান্ধীর সঙ্গে দেখা করেননি !

সাল তারিখ হিসেব কষলে স্পষ্ট প্রধানমন্ত্রী মোদী (PM Modi)  বেফাঁস বলেছেন এমনই দাবি স্পষ্ট। যদিও মোদী অনুগামীরা দাবি করছেন, উনি সঠিক বলেন! স্বজাতি অর্থাত গুজরাটি…

সাল তারিখ হিসেব কষলে স্পষ্ট প্রধানমন্ত্রী মোদী (PM Modi)  বেফাঁস বলেছেন এমনই দাবি স্পষ্ট। যদিও মোদী অনুগামীরা দাবি করছেন, উনি সঠিক বলেন! স্বজাতি অর্থাত গুজরাটি মোহনদাস করমচাঁদ গান্ধীর সম্পর্কে নরেন্দ্র মোদীর বিস্ফোরক দাবি,  কংগ্রেস কিন্তু মহাত্মা গান্ধীকে গোটা দুনিয়ার কাছে তুলে ধরেনি। তাঁকে বিশ্ব জেনেছে রিচার্ড অ্যাটেনবরোর ‘গান্ধী’ সিনেমাটি দেখার পর।  ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল গান্ধী ছবি।

মহাত্মা গান্ধীকে দিল্লিতে গুলি করে খুন করা হয় ১৯৪৮ সালে। আততায়ী নাথুরাম গডসে হিন্দুত্ববাদী। তার ফাঁসি হয়েছিল। জাতির জনক গান্ধীর রাজনৈতিক জীবন নিয়ে তৈরি সেই ছবি থেকেই বিশ্ববাসী গান্ধীকে জেনেছে বলে লোকসভা ভোটের শেষ দফার আগে বিতর্কিক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

   

ইতিহাসবিদরা বলছেন, নেহাতই বেফাঁস কথা নয় মোদীর। তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে গান্ধীর যে দূরত্ব তৈরি হয়েছিল সেইদিকে ইঙ্গিত করেছেন। স্বাধীনতা ও দেশভাগ ইস্যুতে কংগ্রেসের অবস্থান মানতে পারেননি মহাত্মা গান্ধী। সেই দূরত্ব ছিল স্পষ্ট। বস্তুত তখন কংগ্রেসের মধ্যেই গান্ধী ছিলেন নি:সঙ্গ। বিশ্লেষকদের দাবি, গান্ধী ও কংগ্রেসের এই বৈরি সম্পর্ককেই খোঁচা দেন মোদী।

তবে গান্ধীকে নিয়ে মন্তব্যের পর থেকে সামাজিক মাধ্যমে ক্রমাগত কটাক্ষের শিকার মোদী। সেরকমই একটি কটাক্ষ ‘রবীন্দ্রনাথ কখনো গান্ধীর সঙ্গে দেখা করেননি’। কটাক্ষকারীদের প্রশ্ন, মোদীর অঙ্ক মানলে তো রবীন্দ্রনাথ ও গান্ধীর সাক্ষাত সম্ভবই নয়। অথচ দুজনই পরস্পস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।

তথ্য বিশ্লেষণে উঠে আসছে, রবীন্দ্রনাথ ও গান্ধীর মধ্যে দেখা হয় ১৯১৫ সালে। সেই বছর ২২ ফাল্গুন গান্ধী শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাত করেন। রবীন্দ্র বিশেষজ্ঞরা বলছেন, সেই সাক্ষাতে গান্ধী প্রস্তাব দিয়েছিলেন, শান্তিনিকেতনে দৈনন্দিন সব কাজ যেন শিক্ষক পড়ুয়ারা একসঙ্গে করেন। স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে স্বাবলম্বী হওয়া দরকার। গান্ধীর এই দর্শন রবীন্দ্রনাথ মেনে নেন। সেই বছর ১০ মার্চ থেকে শান্তিনিকেতনে সব কাজই সবাই মিলে করতেন। যদিও নানা কারণে এই প্রথা বেশিদিন চলেনি। এখনও প্রত্যেক বছর ১০ মার্চ শান্তিনিকেতনের আশ্রমিকরা গান্ধী দিবস পালন করেন।

গান্ধী ও কংগ্রেসকে নিয়ে মোদীর অবস্থানকে কটাক্ষ করেছেন পি চিদম্বরম। তিনি জানান, “প্রধানমন্ত্রী কি আলবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? প্রধানমন্ত্রী কি জানেন আলবার্ট আইনস্টাইন মহাত্মা গান্ধী সম্পর্কে কী বলেছিলেন?”  এক্স হ্যান্ডেলে চিদম্বরম বলেছেন, আলবার্ট আইনস্টাইন ১৯৫৫ সালে মারা গিয়েছেন। আর অ্যাটেনবরোর ‘গান্ধী’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে ১৯৮২।  তাহলে কি আইনস্টাইন ওই চলচ্চিত্র দেখেই গান্ধী সম্পর্কে জেনেছিলেন? চিদম্বরমের কটাক্ষের পর নীরব মোদী।