রেমাল ঘূর্ণির পরেই ভূমিকম্পে কাঁপল ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। কম্পন রিখটার স্কেলে ৫.৬ মাত্রা।
জানা যাচ্ছে ভূমিকম্পের উৎস মায়ানমার। 29 মে, 2024 বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7.43 টায় শেষ বিকেলে মায়ানমারের মাওলাইক থেকে 32 কিমি (20 মাইল) দূরে একটি শক্তিশালী 5.4 মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ভূগর্ভের ৯৫ কিলোমিটার (৫৯ মাইল) গভীরে। সেই কম্পন তরঙ্গ অনুভূত হয় মায়ানমার লাগোয়া ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশে। মাত্র ৪৮ ঘণ্টা আগে রেমাল ঘূর্ণিঝড় বয়ে গেছে এই এলাকায়। রেমালের দাপটে দুই দেশের উপকূল লন্ডভন্ড। আর উত্তর পূর্ব ভারতের মিজোরামে ভয়াবহ ভূমিধসে নিহত কমপক্ষে তিরিশ জন।
রেমাল ঘূর্ণির পরেই কম্পন হল বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প।