হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই জানা যাবে লোকসভা ভোটের ফলাফল। সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী। ইতিমধ্যে সারা দেশে লোকসভা ভোটের ষষ্ট দফার ভোট শেষ হয়েছে। বাকি রয়েছে আর এক দফা!শেষ দফার প্রচারে ব্যস্ত সব পক্ষ। প্রসঙ্গত বুধবার শেষ দফার প্রচারে এসে বড় ভবিষ্যৎবাণী করলেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। এইদিন কাকদ্বীপের সেই সভায় ঘণ্টা আধেকের বক্তৃতায় এক বারের জন্যও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামোচ্চারণ করলেন না তিনি। নাম নিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। বুধবার এক সঙ্গে তিন কেন্দ্রে প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছিলেন মোদী। তার মধ্যে ছিল ডায়মন্ড হারবারও।
বাংলার লোকসভা প্রচারের শেষ লগ্নে এসেও তৃণমূলকে তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। কাটমানি এবং তোলাবাজি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। এ ছাড়াও তৃণমূলের বিরুদ্ধে সন্ন্যাসীদের অপমান এবং গালিগালাজ করার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলনে যে ৪ জুনের পর বাংলা তথা সারা দেশের পরিস্থিতি কী হবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রধানমন্ত্রী। নিশানা করেছেন তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে। মোদী বলেন, ‘‘৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দেশের রাজনীতি উথালপাথাল হবে। পরিবারতান্ত্রিক দলগুলি আপনা থেকেই শেষ হয়ে যাবে। ওই দলগুলির কর্মীরাও হাঁপিয়ে উঠেছে। ওরাও দল থেকে সরবে।’
এইদিন সভা শেষে মোদীর গলায় শোনা যায় অনুপ্রবেশ কারীদের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, ‘‘অনুপ্রবেশকারীরা বাংলায় এসে আপনাদের জমিজায়গা কেড়ে নিচ্ছে। যুবদের অধিকার কেড়ে নিচ্ছে। পুরো দেশ চিন্তিত। বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাস বদলানো হয়েছে। সিএএ নিয়ে কেন মিথ্যা বলেছে, কেন বিরোধিতা করেছে? অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্য।