দল বদলের কাজ চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আসন্ন মরসুমের আগে দলে নতুন কোচ। আসতে চলেছেন নতুন বিদেশি ফুটবলার। সেই সঙ্গে তরুণ ফুটবলারদের সঙ্গে চুক্তি করে রিজার্ভ বেঞ্চ মজবুত করতে চাইছে ক্লাব।
Sukham Yoihenba Meitei-এর সঙ্গে নতুন চুক্তি করতে কেরালা ব্লাস্টার্স। সোশ্যাল মিডিয়ায় করা দাবি অনুযায়ী, তরুণ এই মিডফিল্ডারের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে আগ্রহী ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় এই ক্লাব। সুখম মিতেই কেরালা ব্লাস্টার্সের বয়স ভিত্তিক দল থেকে উঠে আসা ফুটবলার।
India v Kuwait: কুয়েতের বিরুদ্ধে সেরা খেলার জন্য তৈরি বাগান তারকা
দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে উঠে এসেছে একাধিক ফুটবলার। আই লিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের ফুটবলররা। সুখম মিতেই তাদের মধ্যে অন্যতম। কেরালা ব্লাস্টার্সের সিনিয়র দলের হয়েও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
🥇💣 Yoihenba Meitei will be given a new contract. 🇮🇳 @rejintjays36 #KBFC pic.twitter.com/ANq8mx8SMr
— KBFC XTRA (@kbfcxtra) May 28, 2024
বিনীত রাইকে বিদায় জানাল মুম্বাই সিটি এফসি, কোথায় যাবেন?
সুখম মিতেই মণিপুরের উঠতি ফুটবলার। খেলেন মাঝমাঠে। কুড়ি বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন কেরালা ব্লাস্টার্সের সিনিয়র দলে। কেরালা ব্লাস্টার্সের অনূর্ধ্ব ১৭ ও ক্লাবের বি টিমের অংশ ছিলেন তিনি। সিনিয়র দলে এখনই নিয়মিত ফুটবলার না হলেও রিজার্ভ ফুটবলার হিসেবে ক্লাব তাঁকে রাখতেই পারে। Sukham Yoihenba Meitei ভারতের বয়স ভিত্তিক জাতীয় দলেরও অংশ ছিলেন। টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য ছিলেন তিনি।