রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করল একাধিক নয়া পরিষেবা

একসঙ্গে একাধিক নয়া পরিষেবা লঞ্চ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে তিনটি পরিকল্পনা গ্রহণ করার পর সেগুলির বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই।এবার সেই পরিকল্পনাকে বাস্তবায়ন…

RBI

একসঙ্গে একাধিক নয়া পরিষেবা লঞ্চ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে তিনটি পরিকল্পনা গ্রহণ করার পর সেগুলির বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই।এবার সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে এই রিটেল ডিরেক্ট পোর্টালের জন্য নয়া অ্যাপ্লিকেশন লঞ্চ করার পাশপাশি আরও দুটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে তারা। তবে একটি সংবাদ সংস্থা সূত্রে খবর থেকে জানা গেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস মঙ্গলবার এই তিনটি বড় উদ্যোগ চালু করেছেন। যার নাম দেওয়া হয়েছে প্রভা পোর্টাল।

Advertisements

আরবিআই –এর পক্ষ থেকে লঞ্চ করা এই নতুন PRAVAAH পোর্টালে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাবে। ‘PRAVAAH’ অর্থাৎ, প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন, ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন। এটি একটি সুরক্ষিত এবং সেন্ট্রালাইজড ওয়েব ভিত্তিক পোর্টাল যেটির মাধ্যমে যে কোন ব্যক্তি বা সত্ত্বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে প্রদান করা কোনও রেফারেন্সের অথরাইজেশন, লাইসেন্স বা নিয়ন্ত্রকের অনুমোদনের আবেদন করতে পারবেন। যা তাদের বিশেষ সুবিধা প্রদান করবে।

Advertisements
   

এ ছাড়াও আরবিআই এর পক্ষ থেকে লঞ্চ করা রিটেল ডিরেক্ট মোবাইল অ্যাপ্লিকেশনটি খুচরা বিনিয়োগকারীদের রিটেল ডিরেক্ট প্ল্যাটফর্মে একটি নিরবিচ্ছিন্ন ও সুবিধাজনক অ্যাক্সেস প্রদান করবে। এই অ্যাপটির মাধ্যমে সরকারি সিকিউরিটিগুলিতে লেনদেনের বিষয়টিও অনেক সহজ হয়ে উঠতে চলেছে। অর্থাৎ,বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই রিটেল ডিরেক্ট পোর্টাল ব্যবহার করতে পারবে। তাছাড়াও রিটেল ডিরেক্ট মোবাইল অ্যাপ লঞ্চ করার সঙ্গে সঙ্গে, রিটেল ইনভেস্টররা এখন তাদের স্মার্টফোনে থাকা এই মোবাইল অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন সরকারি সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করতে পারবেন অতি সহজেই।