বাংলায় সব আছে, তাও শিল্প গড়েনি বাম-তৃণমূল: মোদী

তৃণমূলের অনেক নেতা-কর্মীই বিজেপি বিরোধিতা করতে গিয়ে গুজরাতের প্রসঙ্গ টেনে আনেন৷ বাঙালি অস্মিতার ধুয়ো তুলে স্লোগান দেন ‘বাংলাকে গুজরাত হতে দেবো না’! কলকাতায় রোড শো-এ…

Narendra Modi Criticizes Left and Trinamool: 'Gujarat Had Only Salt, I Built an Industry! Bengal Has Everything but No Industrial Development'"

তৃণমূলের অনেক নেতা-কর্মীই বিজেপি বিরোধিতা করতে গিয়ে গুজরাতের প্রসঙ্গ টেনে আনেন৷ বাঙালি অস্মিতার ধুয়ো তুলে স্লোগান দেন ‘বাংলাকে গুজরাত হতে দেবো না’! কলকাতায় রোড শো-এ এসে তাদের সুরেই তাদের জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। গুজরাতের সঙ্গে তুলনায় বাংলাকে এগিয়ে রেখেও শিল্প না হওয়ায় বাম-তৃণমূলকে একহাত নিলেন মোদী। প্রসঙ্গত সিঙ্গুর থেকে টাটাকে সরিয়ে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাটাকেই গুজরাটের সানন্দে ১ টাকায় জমি দিয়ে শিল্প গড়ে দেখিয়েছেন মোদী৷

মঙ্গলবার রাজ্যে দু’টি নির্বাচনী জনসভা ও একটি রোড-শো করেন মোদী। বারাসত লোকসভার অশোকনগর ও যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে দু’টি নির্বাচনী জনসভার পর উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শীলভদ্র দত্তের সমর্থনে একটি রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী।

   

শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত প্রধানমন্ত্রীর এই রোড শো এ রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন৷ এই রোড শো-তেই রাজ্যে শিল্পের পরিকাঠামো না থাকা নিয়ে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রোড শো-এর মাঝেই রিপাবলিক বাংলা টিভি চ্যানেলকে একটি সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী মোদী৷ চ্যানেলটির সিনিয়র এডিটর ময়ুখ রঞ্জন ঘোষ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘বাংলা একসময় ভারতের রাজধানী ছিল। আমাদের শিল্প সংস্কৃতি সব ছিল। এখন সেই সুনাম নেই! বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হলে সিঙ্গুরে, ভাঙ্গরে ডায়মন্ড হারবারে ফ্যাক্টরি হবে সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন? বাংলা কি কখনও শিল্পে টক্কর দিতে পারবে মুম্বাই দিল্লিকে?’

প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমার গুজরাটের অভিজ্ঞতা থেকে বলছি, গুজরাট এমন একটা রাজ্য যেখানে কোনও খনিজ পদার্থ নেই। যেটা বাংলার কাছে আছে। গুজরাটে খুব বেশি নুন রয়েছে। তারপরেও আমরা আস্তে আস্তে গুজরাটকে একটা শিল্পের রাজ্য বানিয়েছি। বাংলায় শিল্পের ইতিহাস রয়েছে। বাংলার কাছে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু এখানে প্রথমে বামেরা কারখানাগুলোতে তালা লাগিয়েছে। যখন তৃণমূল ক্ষমতায় এলো সবাই ভেবেছিল তারা শিল্পের উন্নতি করবে। কিন্তু প্রতিটি বিনিয়োগকারীরা সুরক্ষা চায়, বিশ্বাস চায় যে এখানকার নিয়ম কানুনে স্থায়ীত্ব থাকবে৷ শিল্পের পরিবেশ তৈরি করা হবে, সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ কোন বিনিয়োগকারী কেন আসবে?’ এরপরই প্রধানমন্ত্রী যোগ করেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্প ফিরবে৷