১০ বছরের পুরনো আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বিভিন্ন খবর সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই দাবি করছেন, নির্ধারিত সময়ের মধ্যে আধারের তথ্য আপডেট না করলে সরাসরি বাতিল করে দেওয়া হবে এই কার্ড। এরই মধ্যে পুরনো আধার নিয়ে বিরাট আপডেট দিল আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)।
গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় শোনা যাচ্ছিল, ১৪ জুনের পর ১০ বছরের পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে। কোনও কাজে ব্যবহার করা যাবে না সেটি। যদি সময়মতো আধার আপডেট করা হয়, তাহলে সমস্ত সুবিধা পাওয়া যাবে। তবে এ সব প্রতিবেদন ভুল বলে সাফ জানিয়েছে সংস্থাটি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, ১৪ জুনের পরেও ১০ বছরের পুরনো আধার কার্ড ব্যবহার করা যাবে।
১০ বছরের পুরনো আধার বৈধ থাকবে
UIDAI স্পষ্টভাবে বলেছে যে ১০ বছরের পুরানো আধার কার্ডগুলি সম্পূর্ণরূপে চালু হবে। আধার নিয়ে যে খবর ছড়াচ্ছে তা ভুয়ো। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে নতুন, পুরনো সমস্ত আধার কার্ড বৈধ থাকবে। এমনকী তা নির্ধারিত সময়ের মধ্যে আপডেট না করা হলেও কোনও সমস্যায় পড়তে হবে না। ১০ বছরের পুরনো আধার আপডেটের শেষ তারিখ ছিল ১৪ মার্চ, ২০২৪। কিন্তু কোটি কোটি দেশবাসীর কথা ভেবে তা বাড়িয়ে ১৪ জুন করা হয়েছে।
৩১ মে-র মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে কী কী বিপদ? জানাল আয়কর দফতর
আপনি কখন আধার আপডেট করতে পারেন
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ১৪ জুন, ২০২৪ পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার বিবরণ আপডেট করার অনুমতি দিয়েছে। আধার সেবা কেন্দ্রে গিয়ে এই আপডেট করতে চাইলে সামান্য ফি দিতে হবে। কেউ যদি তাঁর মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করতে চায়, তাহলে তাঁকে ফি দিতে হবে।
কী কী কাগজপত্র লাগবে
আপনি যদি অনলাইনে আধারের বিবরণ পরিবর্তন করতে চান, তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে –
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
প্যান কার্ড
ভোটার আইডি
বিবাহের শংসাপত্র
কৃষকদের বছরে ৩৬০০০ টাকা দেবে সরকার! শিগগিরি আবেদন করুন
রেশন কার্ড
সরকারি কার্ড যেমন আবাসিক শংসাপত্র, শ্রম কার্ড, জন আধার
কীভাবে অনলাইনে আধার আপডেট করবেন
প্রথমে https://ssup.uidai.gov.in/ssup/ যান
এর পর লগ ইন বোতামে ক্লিক করুন
এখন 12 সংখ্যার ইউনিক নম্বর এবং ক্যাপচা পূরণ করুন
এর পরে আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে
সেটি দেওয়ার পর আধার অনলাইনে আপডেট অপশনটি ক্লিক করুন
আপনার প্রয়োজন অনুযায়ী বিকল্পটি বেছে নিন
প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন
সোমে সোনার দামে বিরাট চমক, মধ্যবিত্তের মুখে চওড়া হাসি
এরপর সাবমিট করলেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে