রেমালের দুর্যোগের মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড ঘটল খড়দহে। শৌচকর্ম করতে গিয়ে প্রাণ হারালেন ত্রিশ বছরের এক তরতাজা যুবক। ঘটনাটি ঘটেছে খড়দহে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।
সোমবার সকালে ওই যুবক বাড়ির বাইরে শৌচকর্ম করতে গিয়েছিল। আর সেই সময়েই বিদ্যুতে তার পড়েছিল জলে। তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসেছে খড়দহ থানার পুলিশ। এই নিয়ে আপাতত রেমালের দাপটে এই রাজ্যে ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রিমলের জেরে রাজ্য জুড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মুখ্যসচিবের কাছে তার রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সোমবার দুপুরের মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। রবিবার রাতেই ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর কলকাতার এন্টালির বিবির বাগান এলাকায় বাড়ির কার্নিশ ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়৷ সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগণার মৌসুনি দ্বীপে বাড়ির রান্নাঘরের উপরে গাছ পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। এছাড়াও কলা গাছ কেটে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা৷ আর তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হল ছেলেরও।