মমতার আর্জি মানলেন মোদী, বাংলার মুখ্যসচিব পদে গোপালিকার মেয়াদ বাড়ল

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ তিন মাস বৃদ্ধিতে অনুমোদন দিল প্রধানমন্ত্রীর সচিবালয়। নবান্ন প্রস্তাব মেনে নিয়েছে সাউথ ব্লক। ৩১ মে ভগবতীপ্রসাদের কর্মজীবন থেকে অবসর…

bp gopalika gets 3 month extension as west bengal govt chief-secretary

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ তিন মাস বৃদ্ধিতে অনুমোদন দিল প্রধানমন্ত্রীর সচিবালয়। নবান্ন প্রস্তাব মেনে নিয়েছে সাউথ ব্লক। ৩১ মে ভগবতীপ্রসাদের কর্মজীবন থেকে অবসর নেওয়ার কথা ছিল। তবে কেন্দ্রীয় অনুমোদনক্রমে ১ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে দেওয়া অনুমোদন পত্র পৌঁছে গিয়েছে নবান্নে।

এর আগে মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদও ৬ মাস বাড়ানো হয়েছিল। আইএএস অফিসারদের মেয়াদ বাড়ানোর বিষয়টি কর্মিবর্গ মন্ত্রকের আওতায় পড়ে। এই পদে কর্মরতরা প্রধানমন্ত্রীর অধীনে রয়েছেন। ভো চলছে। এই অবস্থায় মুখ্যসচিবের বদল হলে প্রসাসনিক স্তরে অসুবিদা হতে পারে। ফলে ভগবতীপ্রসাদের কাজের মেয়াদ বাড়ানোর জন্য বাড়তি তিন মাসের আর্জি প্রধানমন্ত্রীর দফতরে করেছিল রাজ্য সরকার। কিন্তু, আদৌ তা মেনে নেয় কিনা তা নিয়ে কৌতুহল ছিল। যদিও মমতা সরকারের আবেদনে সায় দিয়েছে মোদী সরকার।

   

বিপি গোপালিকার পরব বাংলার মুখ্যসচিব পদে কাকে নিয়োগ করা হবে? নবান্ন সূত্রের খবর, তা এখনও পরিষ্কার নয়। সিনিয়রটির দিক থেকে বর্তমান অর্থসচিব মনোজ পন্থের নাম বিবেচনার জন্য আগ্রাধিকার পাবে। তবে পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন, তাঁর সিন্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।