ষষ্ঠ দফার ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে বাংলা সহ সমগ্র দেশ। অন্যান্য বারের মতো এই দফাতেও জায়গায় ইভিএম খারাপ তো কোথাও পোলিং এজেন্টকে অপহরণ, আটকানো, রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের একের ওপরের বিরুদ্ধে বাক্যবাণ অব্যাহত রয়েছে। কিন্তু এসবের মাঝেই এবার বিস্ফোরক তথ্য ফাঁস করল শাসক দল তৃণমূল, যা অস্বস্তির কারণ হতে পারে বিজেপির।
আজ শনিবার ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। তোলা হয়েছে ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে এসেছে যে কীভাবে ইভিএমে কারচুপি করে ভোট কারচুপির চেষ্টা করছিল। আর আজ বাঁকুড়ার রঘুনাথপুরে বিজেপির ট্যাগ লাগানো ৫টি ইভিএম পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনের উচিৎ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া।’ এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের পাঁচ দফার কাজ শেষ হয়েছে। আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে আটটি রাজ্যে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই দফায় ১১.১৩ কোটিরও বেশি ভোটার ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
Smt. @MamataOfficial has repeatedly flagged how @BJP4India was trying to rig votes by tampering with EVMs.
And today, in Bankura’s Raghunathpur, 5 EVMs were found with BJP tags on them.@ECISVEEP should immediately look into it and take corrective action! pic.twitter.com/aJwIotHAbX
— All India Trinamool Congress (@AITCofficial) May 25, 2024