ফের ছাড়তে চলেছে ভারত-কুয়েত ম্যাচের টিকিট, জানুন

কয়েক সপ্তাহ বাকি। তারপরেই এশিয়ান কাপে যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। এখন এই…

India-Kuwait Match

short-samachar

কয়েক সপ্তাহ বাকি। তারপরেই এশিয়ান কাপে যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। এখন এই ম্যাচের দিকেই মূলত নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের। অন্যান্য ম্যাচের তুলনায় এবারের এই ম্যাচ যথেষ্ট গুরুত্ব রাখে।

   

আসন্ন ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের টিকিয়ে রাখার জন্য একদিকে যেমন জয় তুলে নিতে হবে ব্লু-টাইগার্সদের, অন্যদিকে ঠিক সেভাবেই এই ম্যাচগুলিতে জয় পেলে আগত এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করবে ভারত। সেক্ষেত্রে কত আফগানিস্তান ম্যাচের হতাশা ভুলে জয়ের সরনীতে ফেরাই একমাত্র লক্ষ্য থাকবে তাদের।

সেখানেই শেষ নয়। আগত এই কুয়েত ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। বলতে গেলে একটি যুগের অবসান ঘটতে চলেছে এবার। গত ১৯ টি বছর ধরে জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছেন সুনীল ছেত্রী। এবার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন কলকাতার বুকে।

শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে ছেত্রীকে দেখতে মরিয়া সকলে। সেজন্য এই ম্যাচের টিকিট নিয়ে প্রথম থেকেই চরম উন্মাদনা দেখা দিয়েছে সকলের মধ্যে। বহু প্রতীক্ষার পর অবশেষে গত পরশুদিন সন্ধ্যায় বুকমাই শোতে ছাড়া হয় অনলাইন টিকিট। কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সমস্ত অনলাইন টিকিট। যারফলে, এখনো টিকিট সুনিশ্চিত করতে পারেননি একটি বৃহৎ অংশের মানুষ।

যা কিছুটা হলেও হতাশ করেছে তাদের। কিন্তু সেখানেই শেষ নয়। মনে করা হচ্ছে , আজ ফের অনলাইন প্লাটফর্মে এই ঐতিহাসিক ম্যাচের টিকিট ছাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সব ঠিকঠাক থাকলে আজ ফের এই আন্তর্জাতিক ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমী মানুষেরা।