‘আগ্রাসন থাকলেই ট্রফি জেতা যায় না’, আরসিবিকে জবাব দিলেন রায়ডু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জবাব দিলেন চেন্নাই সুপার কিংসের (CSK v RCB) প্রাক্তন ব্যাটসম্যান আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। সিএসকে-কে হারিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল আরসিবি।…

'আগ্রাসন থাকলেই ট্রফি জেতা যায় না', আরসিবিকে জবাব দিলেন রায়ডু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জবাব দিলেন চেন্নাই সুপার কিংসের (CSK v RCB) প্রাক্তন ব্যাটসম্যান আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। সিএসকে-কে হারিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল আরসিবি। কিন্তু এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় দল।

Advertisements

আরসিবিকে আইপিএল ২০২৪ থেকে পিছিয়ে পড়তে দেখে রায়ডু ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা গিয়েছে, রবীন্দ্র জাদেজা, অজিঙ্ক রাহানে, মইন আলি এবং ডেভন কনওয়ে গত বছরের ট্রফি জয় উদযাপন করছেন। ভিডিওতে দেখতে পাওয়ার খেলোয়াড়দের শরীরী ভাষা ছিল চ্যাম্পিয়ন দলের মতোই। সিএসকে ৫ বার আইপিএল ট্রফি জিতেছে। রায়ডুর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সিএসকে তারকা বোলার দীপক চাহার ও মাথিসা পাথিরানা।

   

জেমি ম্যাকলারেনকে সই করানোর দৌড়ে কেরালা ব্লাস্টার্স!

সিএসকে বনাম আরসিবির বিরুদ্ধে জয়ের পর মাঠে আরসিবি ক্রিকেটারদের সেলিব্রেশন ছিল দেখার মতো। দেখে মনে হচ্ছিল আরসিবি ট্রফি জিতেছে। খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে জয় উদযাপন করছিল। এটা পছন্দ হয়নি অম্বাতি রায়ডুর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ambati Rayudu (@a.t.rayudu)

Advertisements

তিনি বলেছেন, শুধু আগ্রাসন আর উদযাপনের মাধ্যমে ট্রফি জেতা যায় না। ইনস্টা স্টোরিতে ছবির ক্যাপশনে রায়ডু লিখেছেন, ‘আমি আপনাদের পাঁচবারের চ্যাম্পিয়ন দলের কথা মনে করিয়ে দিতে চাই। মাঝে মাঝে সত্যকে স্মরণ করিয়ে দিতে হয়।’ আম্বাতি রায়ডুর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সিএসকে-র ফাস্ট বোলার দীপক চাহার ও মাথিসা পাথিরানা। পাথিরানা একটি হাসির ইমোজি দিয়েছেন, চাহারও একটি ইমোজি পোস্ট করেছেন।

আই লিগ জয়ী ফুটবলারকে বিদায় জানাল ISL ক্লাব

সিএসকে-র হারের পর আরসিবি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি মহেন্দ্র সিং ধোনি। আরসিবি খেলোয়াড়রা উদযাপনে এতটাই ব্যস্ত ছিলেন যে ধোনি তাঁদের সঙ্গে করমর্দন না করেই ড্রেসিংরুমে ফিরে যান। এ নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল।