Local Train: টানা ৩৬ দিন কাজ, হাওড়া শাখায় লোকাল ট্রেন চলাচলে বিরাট পরিবর্তন

হাওড়ায় উন্নয়নমূলক কাজের (Local Train) জন্য একাধিক লোকাল ট্রেন চলাচলে রদবদল। বিরাট আপডেট দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে। টানা ৩৬ দিন কাজ চলবে হাওড়া স্টেশনে। সেই…

Local Trains Diverted from Sealdah South Line for 52 Hours

short-samachar

হাওড়ায় উন্নয়নমূলক কাজের (Local Train) জন্য একাধিক লোকাল ট্রেন চলাচলে রদবদল। বিরাট আপডেট দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে। টানা ৩৬ দিন কাজ চলবে হাওড়া স্টেশনে। সেই কারণে ৩০ মে থেকে ৪ জুলাই পর্যন্ত বেশ কিছু ট্রেন (Local Train) হাওড়ার বদলে যাত্রা শেষ করবে সাঁতরাগাছিতে। আবার কিছু ট্রেন হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে।

   

দক্ষিণ পূর্ব রেলওয়ে জানিয়েছে, হাওড়া এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য কয়েকটি ইএমইউ লোকাল ট্রেন সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে বা সূচনা করবে। হাওড়ার বদলে ট্রেনগুলির টার্মিনাল স্টেশন হবে সাঁতরাগাছি। মোট ৪টি লোকাল ট্রেনের সময়সূচি ও টার্মিনাল স্টেশন এই কাজের জন্য এক মাসেরও বেশি সময় প্রভাবিত হবে বলে জানিয়েছে রেল।

আজ, শুক্রবার একটি প্রেস বিবৃতিতে দক্ষিণ পূর্ব রেলওয়ে জানিয়ে দিয়েছে, হাওড়া এলাকায় উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে, নিম্নোক্ত ইএমইউ লোকাল ট্রেনগুলি ৩০ মে ২০২৪ থেকে ৪ জুলাই ২০২৪ পর্যন্ত পর্যন্ত হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে বা যাত্রার সমাপ্তি হবে।

Suvendu Adhikari: মুখ পুড়ল মমতার পুলিশের! ভোটের মধ্যেই বড় জয় শুভেন্দুর

যাত্রাপথ সংক্ষিপ্ত হবে নিম্নলিখিত ট্রেনের

৩৮৮৩০ মেদিনীপুর-হাওড়া লোকাল সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে

৩৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে

৩৮৭০৩ হাওড়া-খড়গপুর লোকাল সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে

৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে

Kolkata Metro: এবার মধ্যরাত পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু আজ থেকেই

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছে রেল। রেলের আধিকারিকদের মতে, এর ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন। কাজ সমাপ্ত হলে যাত্রীরা আরও উন্নত পরিষেবা পাবেন। এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন যাত্রীরাই।