একের পর এক ফুটবলারকে বিদায় জানাচ্ছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। শুক্রবার আরো এক ফুটবলারের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) এই ক্লাব।
শুক্রবার বেলায় চেন্নাইয়িন এফসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে আরো এক বিদায় বার্তা। এবার সম্পর্ক ছিন্ন হল আকাশ সাঙ্গওয়ানের সঙ্গে। চেন্নাইয়িন এফসির করা পোস্টে লেখা রয়েছে, ‘নিখুঁত ক্রস, গোলের জন্য বাড়ানো বল, এ সব কিছুই আমাদের খুব পছন্দের। আকাশের ভবিষ্যতের জন্য আমরা শুভেচ্ছা জানাই।’
The End! দল ছেড়ে জল্পনা বাড়ালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার
আঠাশ বছর বয়সী আকাশ সাঙ্গওয়ান ভারতীয় ফুটবলে নিয়মিত সাইড ব্যাকের মধ্যে অন্যতম। সিনিয়র কেরিয়ারের শুরুর দিকে জিতেছিলেন আই লিগ। ২০১৭-১৯ মরসুমে ছিলেন মিনার্ভা পাঞ্জাবে। তাদের হয়েই জিতেছিলেন আই লিগ। আকাশ আই লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন ২০১৭-১৮ মরসুমে। খেলেছিলেন প্রায় তিরিশের কাছাকাছি ম্যাচ, করেছিলেন গোল।
মিনার্ভাকে বিদায় জানানোর পরেও একাধিক নামকরা ক্লাবে খেলেছিলেন আকাশ। চার্চিল ব্রাদার্স, রাউন্ডগ্লাস পাঞ্জাবে খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে যুক্ত হওয়ার আগে। পাঞ্জাবের দলটির হয়ে দুই মরসুমে খেলেছিলেন তিরিশের বেশি ম্যাচ। ২০২২-এ যোগ দিয়েছিলেন চেন্নাইয়িন এফসিতে।
𝑨𝒂𝒌𝒂𝒔𝒉 𝑺𝒂𝒏𝒈𝒘𝒂𝒏 𝒓𝒖𝒏𝒏𝒊𝒏𝒈 𝒅𝒐𝒘𝒏 𝒕𝒉𝒆 𝒘𝒊𝒏𝒈.. 🎶
Pinpoint crosses, dazzling assists, we loved them all 💙🤩
Thank you and good luck for your future, Aakash! 🙌 #AllInForChennaiyin pic.twitter.com/xrC2MfPAhn
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) May 24, 2024
জাতীয় দলের শিবিরে মোহনবাগানের ৭ ফুটবলার
চেন্নাইয়িন এফসিতে যোগ দেওয়ার পরেও নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। করেছিলেন একাধিক গোল. দল হিসেবে সম্প্রতি সাফল্য পায়নি চেন্নাইয়িন এফসি। ২০২৩-২৪ মরসুমে কোনওরকমে ষষ্ঠ স্থানে গিয়েছিল ক্লাব। ভঙ্গুর ডিফেন্সের কারণে হজম করেছিলেন প্রচুর গোল। চেন্নাইয়িন এফসি গোল করার থেকে গোল হজম করেছিল বেশি। আক্রমণভাগের পাশাপাশি তাই রক্ষণভাগেও মেরামতের কাজ করছে চেন্নাইয়িন এফসি ম্যানেজমেন্ট।