চোখ রাঙাচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। এই আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে আবহাওয়া বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের। জানা যাচ্ছে, এই মুহূর্তে ক্যানিং থেকে ৮১০ কিমি দূরে রয়েছে রেমাল।
জানা যাচ্ছে, আগামী রবিবার মধ্যরাতের মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় ১০০ কিমি বেগে এটি আছড়ে পড়বে বলে আশঙ্কা। বাংলাদেশের দিকে আছড়ে পড়লেও রেহাই পাবে না বাংলাও। এই ঘূর্ণিঝড়ের দাপটে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝড় হতে পারে। এরপর সোমবার ২৭ মে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য। আজ মূলত বৃষ্টি হবে দুই ২৪ পরগণা, কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলীতে। উত্তরবঙ্গের কথা বললে, আজ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
এরপর আগামীকাল ৭ থেকে ১১ সেমি মতো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায়। এরপর ২৬ মে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়। রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হবে হুগলী, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে।
Special Bulletin-05 : Well marked low pressure area over Westcentral & adjoining South Bay of Bengal pic.twitter.com/qdWsGo7JCJ
— IMD Kolkata (@ImdKolkata) May 23, 2024