সপ্তাহের শেষে কী আপনি ঘুরতে যেতে চাইছেন দীঘা? তাহলে এখুনি সাবধান হয়ে যান। এই সপ্তাহের শেষে ভুলেও দীঘা যাওয়ার পরিকল্পনা করবেন না! আগামী ২৩ মে থেকে ২৫ মে-এর মধ্যে দীঘা যাওয়ার পরিকল্পনা করে থাকলে, তা বাতিল করুন এখনই। ২৩মে থেকে ২৫ অবধি কোনও হোটেলই বুকিং নিচ্ছে না বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এইরকম সিদ্ধান্ত? জানা গিয়েছে,আগামী শনিবার অর্থাৎ ২৫ মে, ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ওই দিন পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁথি, তমলুক আসনে নির্বাচন। সেই কারণেই প্রশাসনের তরফে ২৩ তারিখ সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ তারিখ পর্যন্ত কোনও বুকিং নেওয়া যাবে না। ২৬ তারিখ থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে বাঙালির দীঘা।
তবে হোটেল মালিকদের তরফে জানা গিয়েছে যে, এই বিষয়ে নির্দিষ্ট কোনও নোটিশ দেওয়া হয়নি। প্রশাসনের থেকে মৌখিক নোটিশ দেওয়া হয়েছে শুধু। এই বিষয়ে কাঁথির মহকুমা শাসক ও দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক জানান, হোটেল বন্ধ পুরোপুরি কমিশনের নির্দেশ মেনেই। ভোটের সময় বহিরাগতদের এলাকায় না রাখার কারণেই এই সিদ্ধান্ত। শুধু হোটেল ফাঁকা করাই নয় তার সঙ্গে এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
তবে এই ভরা মরশুমে ক্ষতির মুখে পরতে পারে হোটেল ব্যবসা। হোটেল সংগঠনগুলির কথায় গরমের ছুটি চলছে। যার কারণে উইকন্ডে শনি ও রবিবার প্রচুর পর্যটক ভিড় জমছে দিঘা ,শংকরপুর, মন্দারমণি,তাজপুরের সৈকতে। এই পরিস্থিতিতে নির্বাচনের সময় হোটেলে পর্যটক রাখা নিয়ে সমস্যায় পড়েছেন হোটেল মালিকরা।