ষষ্ঠ দফার ভোটের আগে শহরে উদ্ধার ১৪ কোটি টাকা

ষষ্ঠ দফার লোকসভা ভোটের ৪৮ ঘণ্টাও হয়তো আর বাকি নেই। এরই মাঝে এবার শহরে কোটি কোটি টাকা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, পুলিশি অভিযানে ১৪…

ষষ্ঠ দফার লোকসভা ভোটের ৪৮ ঘণ্টাও হয়তো আর বাকি নেই। এরই মাঝে এবার শহরে কোটি কোটি টাকা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, পুলিশি অভিযানে ১৪ কোটি টাকা উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লি শহরে।

ঘটনা প্রসঙ্গে ডিসিপি ইলেকশন সেল সঞ্জয় সেহরাওয়াত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, “দিল্লি পুলিশ প্রায় ১৪ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। তদন্ত চলছে।” ডিসিপি ইলেকশন সেল সঞ্জয় সেহরাওয়াত ভোট প্রসঙ্গে আরও জানিয়েছেন, “গুদামঘর ও গণনা কেন্দ্রের বাইরে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর কর্মী মোতায়েন থাকবে। ইভিএম আনা ও নেওয়ার ক্ষেত্রে প্রটোকল অনুসরণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এমন কোনও অভিযোগ পেলে বিশেষ সাইবার শাখা তদন্ত করে দেখবে।”

   

দিল্লি পুলিশের নির্বাচনী সেল বিভাগীয় কমিশনার জানান, ‘দিল্লি পুলিশ ২৫ মে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটকেন্দ্র ২ হাজার ৬২৮টি, যার মধ্যে ৪২৯টি অতি স্পর্শকাতর কেন্দ্র। দিল্লি পুলিশের ৩৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে এবং নিরাপত্তার জন্য ৫১ টি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে এবং রাজস্থান, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ থেকে আসা ১৭,৫০০ হোমগার্ড মোতায়েন করা হবে। আমরা অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে ড্রোন ভাড়া করেছি যেখানে কোনও অবৈধ কার্যকলাপ ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। আমরা আন্তঃরাজ্য সীমান্তে প্রচুর সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি যা ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। যেহেতু একই দিনে দিল্লি ও হরিয়ানায় নির্বাচন রয়েছে, তাই দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের একটি যৌথ দল দিল্লি-হরিয়ানা সীমান্তে তল্লাশি চালাবে।’